Advertisement
Advertisement
World Chess Championship 2024

দাবায় ভারতের ইতিহাস, কনিষ্ঠতম হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ

ফাইনালে প্রতিপক্ষ চিনের ডিং লিরেনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দিলেন তিনি।

World Chess Championship 2024: D Gukesh is the youngest world champion in chess
Published by: Anwesha Adhikary
  • Posted:December 12, 2024 6:46 pm
  • Updated:December 12, 2024 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবার বোর্ডে নতুন ইতিহাস লিখল ভারত। কনিষ্ঠতম হিসাবে ৬৪ খোপের যুদ্ধে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ (D Gukesh)। ফাইনালে প্রতিপক্ষ চিনের ডিং লিরেনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে দিলেন তিনি। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বসেরার তাজ উঠল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মাথায়। নজির গড়ে কেঁদে ফেললেন ভারতের তরুণ দাবাড়ু। 

বিশ্বচ্যাম্পিয়নশিপের (World Chess Championship 2024) ফাইনালে প্রথম ১৩টি গেমে ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুলেছে। প্রথমদিকে লিড ছিল চিনা দাবাড়ুর দখলে। কিন্তু ধীরে ধীরে পরপর গেম জিতে খেতাবি লড়াইয়ে কামব্যাক করেন গুকেশ। ম্যাচের একেবারে শেষদিকে এসে আবারও সামান্য কিছু ভুলের খেসারত দিতে হয় ভারতীয় দাবাড়ুকে। বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সমতা ফেরান চিনা প্রতিযোগী। ১৩ গেমের শেষে দুই দাবাড়ুর স্কোরই ছিল ৬.৫। 

১৪তম গেমটি মরণবাঁচন হয়ে দাঁড়ায় দুই দাবাড়ুর কাছে। কারণ এই গেম জিতলেই হাতের মুঠোয় আসবে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব। তাই বৃহস্পতিবার খেলার শুরু থেকেই একের পর এক দারুণ চাল আসে গুকেশের তরফ থেকে। শুরুর দিকে দাবার বোর্ডে ভারতীয় দাবাড়ুরই দাপট ছিল। কিন্তু মাঝামাঝি সময়ে লিরেন ফের কামব্যাক করেন। সাদা ঘুঁটি নিয়ে খেলে লিরেন চাপ বাড়াতে থাকেন গুকেশের উপর। একেবারে শেষ মুহূর্তে গিয়ে জয় নিশ্চিত করেন গুকেশ। ৭.৫ পয়েন্ট নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন তিনি। 

উল্লেখ্য, দাবায় গতবারের বিশ্বচ্যাম্পিয়ন লিরেন। কিন্তু প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নশিপে খেলতে নেমেই তাঁকে হারিয়ে দিলেন গুকেশ। কনিষ্ঠতম হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন, গ্যারি কাসপারভের নজির ভেঙে। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন গুকেশ। উল্লেখ্য, চলতি বছরেই ইতিহাস গড়ে দাবা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছিল ভার‍ত। সেই দলের সদস্য ছিলেন চেন্নাইয়ের তরুণ দাবাড়ুও। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement