Advertisement
Advertisement

Breaking News

Neeraj Chopra: ফাইনালে নিজেকে ছাপিয়ে যাবেন, বড় মন্তব্য ‘সোনার ছেলে’ নীরজের

সোনা জয়ের স্বপ্নে বিভোর নীরজ।

World Athletics 2023: Want to give my everything in the final, says Neeraj Chopra after topping qualifying। Sangbad Pratidin

ফাইনালে নিজেকে ছাপিয়ে যেতে চান নীরজ। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 25, 2023 6:32 pm
  • Updated:July 20, 2024 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletic Championship) সোনা জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। সেই সঙ্গে অলিম্পিকে নামার টিকিটও পেয়ে গেলেন তিনি। শুক্রবার প্রথম থ্রোয়েই যোগ্যতা অর্জনের মাপকাঠি পেরিয়ে যান তিনি। আর তাই মেগা ফাইনালে নামার আগে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতি দিলেন ‘সোনার ছেলে’।

নীরজ ম্যাচের শেষে বলেন, “ওয়ার্ম আপে বেশ কয়েকবার ভাল থ্রো করেছিলাম। ফলে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। সেই আত্মবিশ্বাস সম্বল করেই ম্যাচের সময় থ্রো করেছিলাম।”

Advertisement

চোটের জন্য বেশ কয়েক মাস ম্যাচের বাইরে ছিলেন। এরপরেও কীভাবে কামব্যাক করলেন নীরজ? তিনি বলছেন, “চোটের পর নিজেকে আগলে রাখতে চেয়েছিলাম। কারণ আমার সামনে অনেক বড় লক্ষ্য ছিল। চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের সেরা পারফরম্যান্স করার চেষ্টা করব। কারণ আমার টার্গেট শুধুই ট্রফি।”

[আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নেমেই রেকর্ড, অলিম্পিকের টিকিট পেলেন নীরজ]

চলতি মরশুমে নিজের সেরা থ্রো করেন ভারতের সোনার ছেলে। তাঁর প্রথম থ্রো ৮৮.৭৭ মিটার পর্যন্ত যায়। আগামী রবিবার ফাইনালে নামবেন নীরজ। অলিম্পিক-সহ নানা প্রতিযোগিতায় সোনার পদক পেলেও, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও প্রথম স্থান অধিকার করতে পারেননি নীরজ।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন নীরজ- সহ তিনজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ৩৭ জনের মধ্যে ১২ জন ফাইনালে উঠতে পারবেন। তার মধ্যেই প্রথম হিসাবে ফাইনালে জায়গা করে নিলেন এই প্রতিযোগিতায় গতবারের রুপোজয়ী নীরজ। খেলতে নেমে নিজের প্রথম থ্রোয়েই পার করেন ৮৮.৭৭ মিটার দূরত্ব। ফাইনালের ওঠার নিয়ম অনুযায়ী, ৮৩ মিটারের বেশি দূরে জ্যাভলিন ছুঁড়লেই সরাসরি ফাইনালের টিকিট মেলে।

[আরও পড়ুন: মজার টুইট! চাঁদে তিন স্পিনার, এক সিমার ও একজন অলরাউন্ডার নিয়ে নামবেন ওয়াসিম জাফর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement