Advertisement
Advertisement
Sachin Tendulkar

‘বিশ্বজয়ীকে স্বাগতম’, উইম্বলডনের মঞ্চে রাজকীয় অভ্যর্থনা শচীনকে

শচীনের সম্মানে হাততালিতে ফেটে পড়ে উইম্বলডনের সেন্টার কোর্ট।

Wimbledon court welcomes Sachin Tendulkar in a special way
Published by: Arpan Das
  • Posted:July 6, 2024 7:39 pm
  • Updated:July 6, 2024 8:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বিশ্বজয়ী। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাঁর নামের পাশেই। কিন্তু শুধু ক্রিকেট নয়, টেনিসের মঞ্চেও রাজকীয় সংবর্ধনা পেলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। উইম্বলডন চলাকালীন সেন্টার কোর্টে উপস্থিত ছিলেন তিনি। সেই সময় তাঁকে স্বাগত জানানো হয় উইম্বলডনের (Wimbledon) মঞ্চে। ভিডিওয় চলতে থাকে ২০১১ সালে বিশ্বকাপ জয়ের মুহূর্ত। গোটা স্টেডিয়াম ফেটে পড়ে হাততালিতে। শচীনও উঠে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন।

সেন্টার কোর্টে এদিন চাঁদের হাট। উইম্বলডনের ম্যাচ চলছিল ক্যামেরন নরি আর আলেজান্ডার জেরেভের। ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস, জস বাটলার, জো রুট। ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাও। কিন্তু সমস্ত আলো এসে পড়ল মাস্টার ব্লাস্টার্সের উপর। তিনিই এদিন সমস্ত আকর্ষণের কেন্দ্রে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনাল মুম্বই থেকে সরাবেন না! দাবি আদিত্য ঠাকরের, পালটা দিল বিসিসিআই]

সঞ্চালিকা ঘোষণা করেন, “আমাদের মধ্যে ভারত থেকে উপস্থিত ক্রীড়াজগতের এক কিংবদন্তি। যিনি বিশ্বজয়ী এবং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রানের মালিক। আপনাকে স্বাগত জানাই শচীন তেণ্ডুলকর।” সঙ্গে সঙ্গে হাততালির সুর চড়তে থাকে। উঠে দাঁড়ান ভারতের প্রাক্তন ব্যাটারও। হাসিমুখে সকলের অভিবাদন গ্রহণ করেন।

টেস্টে ১৫ হাজারের উপর রান আছে শচীনের। আর ওয়ানডেতে রানসংখ্যা ১৮,৪২৬। বিশ্বজয় করেছেন ২০১১ সালে। তার সঙ্গে রয়েছে অগুনতি রেকর্ড। ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। কিন্তু আজও যে শচীনের জনপ্রিয়তা তুঙ্গে, তা ফের প্রমাণ হল উইম্বলডনে।

[আরও পড়ুন: রোহিত-বিরাটদের অবসরে কি বাড়তি চাপ? মুখ খুললেন নয়া অধিনায়ক শুভমান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement