সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইম্বলডন (Wimbledon) মানেই সবুজ ঘাসের উপর সাদা পোশাক- সেটাই দেখতে অভ্যস্ত টেনিসপ্রেমীরা। শত সমস্যা, আপত্তি সত্ত্বেও পোশাক বিধি একচুল বদলাতে নারাজ ছিল উইম্বলডন কর্তৃপক্ষ। অবশেষে টেনিসতারকাদের দাবি মানতে বাধ্য হল অল ইংল্যান্ড ক্লাব। মহিলা টেনিস খেলোয়াড়দের জন্য রঙিন অন্তর্বাস পরার অনুমতি দিল তারা। চলতি বছরের প্রতিযোগিতা থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। তবে এই নিয়মের বিরোধিতাও করেছেন কয়েকজন মহিলা টেনিস তারকা।
উইম্বলডনের (Wimbledon Underwear Rule) নিয়ম অনুযায়ী, একেবারে সাদা পোশাক পরে নামতে হবে খেলোয়াড়দের। অন্তর্বাসও সাদা রঙেরই হতে হবে। পোশাকে কেবলমাত্র ১ সেন্টিমিটার চওড়া বর্ডার থাকতে পারে। এই নিয়মের বিরোধিতা করায় শাস্তির মুখে পড়তে হয়েছিল স্বয়ং রজার ফেডেরারকেও। কমলা রঙের বর্ডার থাকার জন্য কোর্টের মধ্যেই তাঁকে জুতো পালটাতে বাধ্য করা হয়। এমনকি অন্তর্বাস বদলাতেও বাধ্য হন মহিলা খেলোয়াড়রা। উপায়ান্তর না দেখে অন্তর্বাস ছাড়াও খেলতে নেমেছেন অনেকেই। ১৪৬ বছর পরে অবশেষে যাবতীয় গোঁড়ামি কাটিয়ে নিয়ম পরিবর্তন করল উইম্বলডন কর্তৃপক্ষ।
অল ইংল্যান্ডে ক্লাবের তরফে জানানো হয়েছে, মহিলাদের ঋতুস্রাবের কথা মাথায় রেখেই নিয়ম বদলের সিদ্ধান্ত। কিংবদন্তি বিলি জিন কিং থেকে শুরু করে বর্তমান প্রজন্মের মহিলা টেনিস তারকা-সকলেরই দাবি ছিল নিদেনপক্ষে রঙিন অন্তর্বাস পরার অনুমতি দেওয়া হোক। তারপরেই অল ইংল্যান্ড ক্লাবের চিফ এক্সিকিউটিভ স্যালি বলটন জানিয়েছেন, “আশা করি নিয়ম বদলানোর ফলে উপকৃত হবেন খেলোয়াড়রা। শুধু ম্যাচের দিকেই মন দিতে পারবেন তাঁরা।”
অল ইংল্যান্ডের এই সিদ্ধান্তে খুশি টেনিস তারকাদের অনেকেই। মার্কিন খেলোয়াড় কোকো গফ জানিয়েছেন, “এই সিদ্ধান্তে সত্যিই উপকৃত হবেন মহিলা খেলোয়াড়রা।” তবে প্রশ্নও থাকছে নয়া নিয়ম ঘিরে। তিউনিশিয়ার তারকা ওনস জাবেউর বলেছেন, “যে মহিলা রঙিন অন্তর্বাস পরে নামবেন, সকলেই বুঝতে পারবেন ওই খেলোয়াড়ের ঋতুস্রাব চলছে। সেটাই খুব অস্বস্তিজনক। প্রত্যেক মহিলা খেলোয়াড়কেই তাহলে রঙিন অন্তর্বাস পরে নামতে বলা হোক। তবে কোর্টের মধ্যে মহিলাদের সুবিধার কথা ভেবে নিয়ম বদল করছে উইম্বলডন, সেটা ভেবেই ভাল লাগছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.