সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন দেখলে তা সত্যিও হয়। একচেটিয়া সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়েও বিজয় ঝান্ডা ওড়ানো যায়। ডেভিড হয়েও লড়াইয়ে গোলিয়াথকে হারানো যায়। কতখানি নিষ্ঠা আর একাগ্রতা থাকলে তবে জকোভিচকেও হারানো যায়! উইম্বলডন জয়ের পর যেন এই বিস্ময়েই বিভোর গোটা দুনিয়ার টেনিসপ্রেমীরা। উইম্বলডন ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে উঠতি তারকাদের এই বার্তাই দিলেন কার্লোস আলকারাজ। জোকারের ২৪ তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্নভঙ্গ করে উইম্বলডনে নয়া ইতিহাস রচনা করলেন ২০ বছরের স্প্যানিশ তারকা।
রবিবার তারকাখরিচ গ্যালারির মাঝে ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ এবং দু’নম্বর জোকোভিচ। জকোভিচ যেখানে টেনিস ব্রহ্মাণ্ডের পোড় খাওয়া নক্ষত্র, সেখানে আলকারাজ আশা জাগানো উঠতি তারকা। জকোভিচের সামনে যেখানে ইতিহাসের হাতছানি, সেখানে আলকারাজের লক্ষ্য বর্তমান টেনিস বিশ্বে একা রাজত্ব করা জোকারকে মাটি ধরানো। আর এই সেয়ানে-সেয়ানে টক্করেই জমে উঠল ঐতিহ্যশালী উইম্বলডন ওপেন।
A new name. A new reign. 🇪🇸@carlosalcaraz, your 2023 Gentlemen’s Singles champion#Wimbledon pic.twitter.com/3KNlRTOPhx
— Wimbledon (@Wimbledon) July 16, 2023
প্রথম সেটে ফেভারিটের মতো শুরুটা করে স্প্যানিশ আলকারাজকে উড়িয়ে দিলেন জোকার। ১-৬ হারের পরই যে দ্বিতীয় সেটে দুর্দান্ত কামব্যাক করেন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন। ৭-৬ টাইব্রেকারে সেট নিজের দখলে করেন। তৃতীয় সেটে চমকে দেন বছর কুড়ির তরুণ তুর্কি। জকোভিচকে ৬-১ ব্যবধানে হারিয়ে লড়াই আরও কঠিন করে দেন তিনি। ফের হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শুরু হয় চতুর্থ সেট। তবে এবার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন জোকার। ফের নিজের জাত চিনিয়ে ৬-৩ ব্যবধানে চতুর্থ সেট জিতে নেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। আলকারাজ যেন ঠিক করে নিয়েছিলেন, না জিতে কোর্ট ছাড়বেন না। ৬-৪-এ পঞ্চম সেট জিতে প্রথমবার উইম্বলডন খেতাব নিজের ঝুলিতে ভরলেন তিনি।
টানটান উত্তেজনা। রুদ্ধশ্বাস লড়াই। রোমহর্ষক এস আর ব্রেকপয়েন্টের ঝলকানি শেষে জকোভিচ আর গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়ে নিলেন আলকারাজ। উইম্বলডনের গতবারের চ্যাম্পিয়ন তথা এবারের ফেভারিট সার্বিয়ান তারকার বিরুদ্ধে মাথা ঠান্ডা রেখে যে ফাইনাল জয় সম্ভব, সেটাই বোঝালেন তিনি। যা নিঃসন্দেহে আগামীদের অনুপ্রেরণা হয়ে রইল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.