Advertisement
Advertisement

Breaking News

Vinesh Phogat

স্বর্ণমন্দিরে ভিনেশ, সর্বশক্তিমানের কাছে আরও শক্তি চাইলেন তারকা কুস্তিগির

স্বর্ণমন্দিরে ভিনেশ, রইল ভিডিও।

Vinesh Phogat visits Golden Temple and prays for strength

স্বর্ণমন্দিরে ভিনেশ।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 30, 2024 4:14 pm
  • Updated:August 30, 2024 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বশক্তিমানের কাছে আরও শক্তি চাইলেন ভিনেশ ফোগাট। এদিন স্বর্ণমন্দিরে যান তারকা কুস্তিগির। সেখানে গিয়ে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন ভিনেশ। সংবাদ সংস্থা এএনআই-কে ভিনেশ ফোগাট বলেন, ”এখানে এসে আমার বেশ ভালো লাগছে। পজিটিভ এনার্জি পাচ্ছি। আরও শক্তি আমাকে দেওয়ার জন্য প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে।”
অলিম্পিকে ভিনেশ ফোগাট (Vinesh Phogat ) স্বপ্ন দেখিয়েছিলেন দেশকে। সেই স্বপ্নের মিনার চূর্ণ হয়। বিপর্যয় নেমে আসে তাঁর উপরে। তিন জন কুস্তিগিরকে মাটি ধরিয়ে রুপোর পদক নিশ্চিত করে ফেলেছিলেন ভিনেশ ফোগাট। কিন্তু ফাইনালের দিন সকালে ওজন করতে গিয়েই জানতে পারা যায় নির্দিষ্ট ওজনের থেকে একশো গ্রাম বেশি ভিনেশের।
সেই ভিনেশ ফোগাটকে নিয়ে চর্চা হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি। দেশজুড়ে তাঁকে নিয়ে চলছে জোর জল্পনা।

[আরও পড়ুন: ‘পাকিস্তানে যাওয়া উচিত নয় ভারতের’, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মত কানেরিয়ার]

এহেন পরিস্থিতিতে জল্পনা আরও বাড়ে ভিনেশের মন্তব্যে। হরিয়ানার খাপ পঞ্চায়েতের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সোনার পদক দেওয়া হয় ভিনেশকে। সেই পদক গলায় ঝুলিয়ে তারকা কুস্তিগির বলেন, তাঁর লড়াই মোটেও শেষ হয়নি বরং সবে শুরু হচ্ছে। এই মন্তব্যের পরেই চর্চা শুরু, তাহলে কি রাজনৈতিক ময়দান থেকেই এবার লড়াই চালিয়ে যাবেন প্রতিবাদী ভিনেশ? 

Advertisement

 


তিনি কি তাঁর পরবর্তী লড়াইয়ের জন্য সর্বশক্তিমানের কাছে আশীর্বাদ চাইতে গেলেন? হয়তো তাই। হয়তো নয়। স্বর্ণমন্দিরে গিয়ে ভিনেশ ফোগাট প্রার্থনা করায় তাঁকে নিয়ে চলছে জল্পনা।

[আরও পড়ুন: কাকে বল করতে ভয় পান? বুমরাহ বললেন…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement