Advertisement
Advertisement
Vinesh Phogat

হরিয়ানার বিধানসভা নির্বাচনে লড়বেন ভিনেশ! বোন ববিতার বিরুদ্ধেই প্রার্থী তারকা কুস্তিগির?

২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন কুস্তিগির ববিতা ফোগাট।

Vinesh Phogat likely to contest Haryana Assembly election

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 20, 2024 8:11 pm
  • Updated:August 20, 2024 8:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তির ম্যাট ছেড়ে এবার রাজনীতির ময়দানে ভিনেশ ফোগাট? সেরকমটাই দাবি করেছেন ফোগাট পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রের। কেবল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নয়, একেবারে নিজের বোনের বিরুদ্ধেই নেমে পড়তে চলেছেন ভিনেশ। সূত্রের খবর, হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে ববিতা ফোগাটের বিরুদ্ধে ভিনেশকে লড়তে দেখা যেতে পারে। ইতিমধ্যেই একাধিক দল যোগাযোগ করেছে তারকা কুস্তিগিরের সঙ্গে।

মহিলা কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন ভিনেশ। দিল্লির যন্তরমন্তরে ধরনা থেকে শুরু করে নতুন সংসদ ভবন অভিযান-সমস্ত ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণকে আড়াল করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার? এমন প্রশ্ন তুলেও সরব হয়েছিলেন। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্যারিস অলিম্পিকের প্রস্তুতি নেন ভিনেশ। তবে ফাইনালে উঠলেও মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজন থাকায় অলিম্পিক থেকে ডিসকোয়ালিফাই হয়ে যান তিনি। সেই ঘটনায় রাজনীতির যোগ রয়েছে কিনা সেই নিয়ে তুমুল চর্চা চলে নেটদুনিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: ডুরান্ডের সেমিফাইনাল-ফাইনাল হোক কলকাতাতেই, ডার্বি বাতিলের পর একযোগে বার্তা তিন প্রধানের

পদক না পেলেও দেশে ফিরে কার্যত নায়িকার সম্মান পাচ্ছেন ভিনেশ। এহেন পরিস্থিতিতে গত শুক্রবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে ভোট ১ অক্টোবর। এবং ফল ঘোষণা ৪ অক্টোবর। কুস্তি থেকে অবসর নিয়েছেন। যদিও দেশে ফিরে ভিনেশ জানিয়েছিলেন, এখনই রাজনীতিতে নামতে আগ্রহী নন তিনি। তবে জল্পনা চলছে, ভিনেশকে হরিয়ানার নির্বাচনের টিকিট দিতে আগ্রহী বেশ কয়েকটি দল। ইতিমধ্যেই তারা যোগাযোগ করেছে তারকা কুস্তিগিরের সঙ্গে।

ফোগাট পরিবারের ঘনিষ্ঠ এক সদস্যকে জিজ্ঞাসা করা হয় ভিনেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তিনি বলেন, “রাজনীতির ময়দানে নামতেই পারে ভিনেশ। সম্ভবত হরিয়ানার বিধানসভা নির্বাচনে বোন ববিতা ফোগাটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে ভিনেশকে।” উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভিনেশের তুতো বোন ববিতা। তিনিও সম্ভবত প্রতিদ্বন্দ্বিতা করবেন হরিয়ানার নির্বাচনে। যদিও এই বিষয়ে ভিনেশের তরফে কিছুই বলা হয়নি। তবে ফোগাট পরিবারের ওই সূত্রের দাবি, হরিয়ানার নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়তে পারেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়াও।

[আরও পড়ুন: কলকাতা লিগে অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল, অপরাজিত থেকে পাকা সুপার সিক্স

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement