Advertisement
Advertisement
Asian Games trials

ট্রায়াল ছাড়াই এশিয়াডে বজরং-ভিনেশ, অন্য কুস্তিগিরদের আপত্তি ওড়াল দিল্লি হাই কোর্ট

ভিনেশদের বাড়তি সুবিধা দেওয়া নিয়ে আপত্তি তুলেছিলেন দুই উঠতি কুস্তিগির।

Vinesh Phogat, Bajrang Punia's Asian Games trials exemption allowed by Delhi High Court | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 22, 2023 7:20 pm
  • Updated:July 22, 2023 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৩ কেজি বিভাগে ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ও ৬৫ কেজি বজরং পুনিয়া সরাসরি এশিয়ান গেমসে নামতে পারবেন। তাঁদের কোনও ট্রায়ালে নামতে হবে না। অন্য কুস্তিগিরদের আপত্তি উড়িয়ে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির এই সিদ্ধান্তেই শিলমোহর দিল দিল্লি হাই কোর্ট।
আসলে দীর্ঘদিন ধরে দিল্লিতে কুস্তি ফেডারেশনের (WFI) কর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের শাস্তির দাবিতে ধরনা দেওয়ায় অনুশীলন করতে পারেননি ভিনেশরা। অথচ এশিয়ান গেমসের আগে হাতে বেশি সময় নেই। তাই ট্রায়াল নিতে হত তাড়াতাড়ি। বজরং বা ভিনেশ কেউই এই মুহূর্তে ট্রায়াল (Asian Games trials) দেওয়ার মতো জায়গায় নেই। তাই দেশের সেরা দুই কুস্তিগিরকে ট্রায়াল ছাড়াই এশিয়াডে নামার অনুমতি দেয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটি। তবে অন্য কুস্তিগিরদের ট্রায়ালে নেমেই এশিয়াডের যোগ্যতা পেতে হবে। শনিবার এবং রবিবার ট্রায়ালে নামতে বলা হয় তাঁদের।

[আরও পড়ুন: ওভারহেড তার ছিঁড়ে পড়ল কামরায়, আতঙ্কে লাফ যাত্রীদের, থমকে হাওড়া-বেলুড় শাখার ট্রেন চলাচল]

সরাসরি এভাবে এশিয়াডে ভিনেশদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন দুই উদীয়মান প্রতিভা অন্তিম পাঙ্ঘাল এবং সুজিৎ কালকাল। তাঁদের বক্তব্য ছিল, “সব কুস্তিগিরই দীর্ঘদিন ধরে অনুশীলন করছেন। তাই ট্রায়ালে নেমে সকলকে যাচাই করে নেওয়া উচিত ছিল। এইভাবে কয়েকজন সুযোগ পেলে উঠতি কুস্তিগিরদের মনোবল ভেঙে যাবে।” ভিনেশদের সরাসরি এশিয়াডে (Asian Games) খেলানোর সিদ্ধান্তের প্রতিবাদে ৯ জুলাই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অন্তিম এবং কলকাল।

Advertisement

[আরও পড়ুন: নেশা ছাড়তে গিয়ে প্রাণ গেল যুবকের, পিটিয়ে খুনের অভিযোগ রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে]

কিন্তু দুই উদীয়মান কুস্তিগিরের সেই আবেদন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। আদালত জানিয়ে দিল, এশিয়াডে সুযোগ পাওয়া নিয়ে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির সিদ্ধান্তে কোনওরকম হস্তক্ষেপ তারা করবে না। এর ফলে আপাতত ভিনেশদের এশিয়াডে খেলায় বাধা রইল না। আসলে ভিনেশ হোন বা বজরং (Bajrang Punia), দেশকে পদক এনে দেওয়ার জন্য এঁরাই সেরা বাজি। তাই IOA-ও চাইছিল এদেরই সুযোগ দিতে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement