সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে জনপ্রিয় খেলাগুলির প্রসঙ্গ উঠলে তার মধ্যে ডব্লিউডব্লিউই (WWE)-র নাম আসবে। কিন্তু এই খেলায় অংশগ্রহণকারী ভারতীয়ের সংখ্যা কিন্তু খুবই কম। বর্তমানে পুরুষদের মধ্যে রয়েছেন গ্রেট খালি এবং জিন্দর মাহাল। আর দেশের হয়ে একমাত্র মহিলা প্রতিনিধি কবিতা দেবী। তিনিই এবার উঠে এসেছেন খবরের শিরোনামে। যা জানলে গর্বিতবোধ করবেন আপনিও। যেখানে খোলামেলা পোশাকে লড়াই করতে নামাটাই রীতি। সেখানে সম্পূর্ণ দেশীয় পোশাকে রিংয়ের মধ্যে লড়তে দেখা গেল কবিতাকে।
২০১৬ সালে এশিয়ান গেমসে ভারত্তোলনে সোনা জয়ী কবিতা বর্তমানে প্রফেশনাল রেসলার। সম্প্রতি অংশ নিয়েছিলেন একটি টুর্নামেন্টে। সেখানে যে পোশাকটি পরেছিলেন কবিত,। সেটিই এখন নেটদুনিয়ায় আলোচনার বিষয়বস্তু। সাধারণত দেখা যায়, এই অংশগ্রহণকারীদের পোশাক অনেকটাই খোলামেলা। মূলত লড়াইয়ে সুবিধার জন্যই ওই ধরনের পোশাক পরা। কিন্তু হরিয়ানার এই কন্যা লড়াইয়ে নামেন পুরোপুরি ভারতীয় পোশাক পরে। এদিন তাঁর পরনে ছিল গেরুয়া রংয়ের সালোয়ার কামিজ। আর কোমরে বাঁধা ছিল ওড়না।
দেখুন ভিডিও:
হরিয়ানার প্রাক্তন এই মহিলা পুলিশকর্মী লড়াইয়ে হেরে গেলেও এই দৃশ্য নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে অনেকেই তাঁর প্রশংসা করেন।
The first #Indian Woman #KavitaDevi to fight #WWE Matches In #Salwakurti
pic.twitter.com/mx9MGXX7YV
—
Sunikar Reddy
(@SunikarReddy) 5 September 2017
Kavita Devi
Really strong.
Has a nice look.
Can be a star.
Will only get better and improve. pic.twitter.com/goajyovDKV— Rakh Haj (@TheGreatMizard) 28 August 2017
#KavitaDevi 1st Indian woman wrestler 2 compete in #WWE .Former powerlifter nd SouthAsian Games gold medal
We r proud of U#MaeYoungClassic pic.twitter.com/pqs2NhxiRh— sanjana (@beingsanjana11) 21 July 2017
Finally my wait is over.
She is the first and only Indian woman wrestler in the wwe.
We are proud of you.#KavitaDevi #wwe#MaeYoungClassic pic.twitter.com/1dp5lk7eg2— Bithal Vishal (@vishalsinha1810) 15 July 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.