প্রমোদ ভগত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিওয় অনুষ্ঠিত প্যারালিম্পিকে (Tokyo Paralympics 2021) দুরন্ত পারফরম্যান্স অব্যাহত ভারতের। ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের SL3 ক্লাসের ফাইনালে সোনা জিতলেন প্রমোদ ভগত। স্ট্রেট সেটে হারালেন ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীকে। এর ফলে চতুর্থ সোনার পদকটিও এসে গেল ভারতের ঝুলিতে। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন আরেক ভারতীয় শাটলার মনোজ সরকার।
এদিন ম্যাচের শুরু থেকেই ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন প্রমোদ। প্রথম সেটটি জিতে নেন ২১-১৪ ফলে। এরপর দ্বিতীয় সেটেও ছবিটা ছিল একইরকম। ওই সেটটি তিনি জিতে নেন ২১-১৭ ফলে। এই নিয়ে এদিনের দ্বিতীয় সোনার পদকটি এল ভারতের ঝুলিতে।
Tokyo Paralympics: India’s Pramod Bhagat wins gold medal in badminton men’s singles SL3 pic.twitter.com/K0A4VEfqD6
— ANI (@ANI) September 4, 2021
Tokyo Paralympics: India’s Manoj Sarkar wins bronze medal in badminton men’s singles SL3 pic.twitter.com/gCIAfOzN4T
— ANI (@ANI) September 4, 2021
এর আগে দিনের শুরুতেই ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের SL3 ক্লাসের ফাইনালে পৌঁছে রুপো নিশ্চিত করেছিলেন প্রমোদ। জাপানের ডাইসুকেকে স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালে ওঠেন বর্তমানে বিশ্বের এক নম্বর তারকা। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১১, ২১-১৬। মাত্র ৩৬ মিনিটেই লড়াই জিতে নেন তিনি। উল্লেখ্য, এবারই প্রথম প্যারালিম্পিকে অন্তর্ভুক্তি হয়েছে ব্যাডমিন্টনের। আর তাই প্রথম ভারতীয় প্যারালিম্পিয়ান হিসেবে সোনা জিতে নয়া রেকর্ডের মালিকও হয়ে গেলেন প্রমোদ।
A dominant #Gold medal for #IND 🔥 💪
World No. 1⃣ Pramod Bhagat overcomes a second set deficit to win 21-14, 21-17 against #GBR‘s Daniel Bethell in the #ParaBadminton Men’s Singles SL3 Final!
India’s 2nd 🥇medal of the day! 😍#Tokyo2020 #Paralympics @PramodBhagat83 pic.twitter.com/UnmkTecHrE
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) September 4, 2021
অন্যদিকে, জাপানের ডাইসুকেকে হারিয়ে একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন আরেক ভারতীয় শাটলার মনোজ সরকার।২২-২০, ২১-১৩ ফলে ম্যাচটি জেতেন মনোজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.