সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দিনে এল তিন-তিনটে পদক। টেবিল টেনিস, হাই জাম্পের পর এবং প্যারালিম্পিকসের (Tokyo Paralympics 2020) ডিসকাস থ্রো থেকেও পদক এল ভারতের ঝুলিতে। পুরুষদের ডিসকাস থ্রোয়ের F52 ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনোদ কুমার। শুধু তাই নয়, এশিয়ান রেকর্ডও গড়লেন বিনোদ।
Vinod Kumar – Remember the name 🤩
It’s a #Bronze for #IND as his best throw of 19.91m in the Men’s Discus Throw F52 final earns the nation their THIRD medal of the day.
P.S – He also set a new Asian record! 🔥#Tokyo2020 #Paralympics #ParaAthletics pic.twitter.com/jv92vZgBDQ
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 29, 2021
রবিবার সকালেই ভবিনাবেন প্যাটেল টেবিল টেনিসে রুপো জেতেন। এরপর বিকেলেই হাই জাম্পে রুপো জেতেন নিশাদ কুমার। আর নিশাদের রুপো জয়ের কিছুপরেই পুরুষদের ডিসকাস থ্রোয়ের F52 ইভেন্ট থেকে ব্রোঞ্জ জিতলেন বিনোদ। ফাইনালে ১৯.৯১ মিটার দূরে থ্রো করেন তিনি। যা তাঁকে তিন নম্বর স্থানে পৌঁছে দেয়।
ইতিমধ্যে তাঁর সাফল্যে ভিডিওবার্তা দিয়ে টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতীয় প্যারালিম্পিক কমিটির প্রধান তথা প্রাক্তন অ্যাথলিট দীপা মালিক। বলেন, “ভারতের প্যারালিম্পিক কমিটির প্রধান হিসেবে আজ আমি গর্বিত। আজ দুটি নয়, তৃতীয় পদক অর্থাৎ ভারতের পদক জয়ের হ্যাটট্রিক হল। আমি সবকটি খেলাই দেখেছি। বিনোদের একটি পদকও তালিকায় যুক্ত হয়েছে। জাতীয় ক্রীড়াদিবসে তিনটি পদক পেল ভারত। বিনোদ নিজের কেরিয়ার দেরি করে শুরু করলেও, ৪২ বছর বয়সে এসে নিজের প্রথম প্যারালিম্পিকে পদক জেতা নিঃসন্দেহে গর্বের বিষয়। কঠোর পরিশ্রম করেছেন বিনোদ। অনেক অনেক শুভেচ্ছা।” এর পাশাপাশি বিনোদের কোচকেও শুভেচ্ছা জানান দীপা মালিক।
And in no time another medal from #VinodKumar, today has been special.. he took to sports in late 30s and now at 42yrs creating an Asian Record and winning a @Paralympics medal. True grit and determination. #Bronze @ianuragthakur @narendramodi @Media_SAI #Praise4Para @Tokyo2020 pic.twitter.com/uWyoPasUef
— Deepa Malik (@DeepaAthlete) August 29, 2021
প্রসঙ্গত, ৩০ বছর বয়সে ডিসকাস থ্রোয়ে কেরিয়ার শুরু করেন বিনোদ কুমার। আর তারপর থেকেই কেবল লড়াই আর লড়াই। শেষপর্যন্ত ৪২ বছর বয়সে এসে মিলল চূড়ান্ত সাফল্য। ইতিমধ্যে বিনোদকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)।
India is rejoicing thanks to Vinod Kumar’s stupendous performance! Congratulations to him for the Bronze Medal. His hard work and determination is yielding outstanding results. #Paralympics
— Narendra Modi (@narendramodi) August 29, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.