সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার এসেছিল তিনটি পদক। দুটি রুপো এবং একটি ব্রোঞ্জ। আর সোমবার টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ভারতের ঝুলিতে এল এবারের প্রথম স্বর্ণপদক। ১০ মিটার এয়ার রাইফেলস ইভেন্টে সোনা জিতলেন অবনী লেখারা। সেই সঙ্গে ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিক্সে সোনা জেতার নজিরও গড়ে ফেললেন। তবে অবনীর পাশাপাশি ডিসকাস থ্রোয়ের F56 বিভাগে রুপো পেলেন যোগেশ কাঠুনিয়া।
Tokyo Paralympics: India’s Avani Lekhara wins Gold Medal in women’s 10m AR Standing SH1 Final https://t.co/YnKA7gN5HY pic.twitter.com/3Yb5KzWf2A
— ANI (@ANI) August 30, 2021
India’s Yogesh Kathuniya wins silver medal in discus throw F56 at Tokyo Paralympics pic.twitter.com/T7OBqwxZ2D
— ANI (@ANI) August 30, 2021
রবিবার প্যারালিম্পিক্সে ভারতের দিনটা দুরন্ত গিয়েছে। টেবিল টেনিসে অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও রুপো পান ভবিনাবেন প্যাটেল। এরপর হাই জাম্পে রুপো পান নিশাদ কুমার। পরবর্তীতে ডিসকাস থ্রোয়ের F52 ইভেন্ট থেকে ব্রোঞ্জ জেতেন ভারতের বিনোদ কুমার। যদিও তাঁর ব্রোঞ্জ জয় নিয়ে কিছুটা হলেও বিতর্ক রয়েছে। প্রতিপক্ষের বিরোধিতায় এখনই পদক পাচ্ছেন না বিনোদ। সোমবার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আধিকারিকরা।
আর সোমবার দিনের শুরুতেই সোনা এল ভারতের ঝুলিতে। এদিন সহজেই কোয়ালিফিকেশন রাউন্ড অতিক্রম করেন অবনী। ৬২১.৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করেন তিনি। পরবর্তীতে ফাইনাল রাউন্ডে ২৪৯.৬ পয়েন্ট স্কোর করেন। যা কিনা বর্তমানে ওয়ার্ল্ড রেকর্ডও। দ্বিতীয় স্থানে থাকা চিনের কুইপিং ঝ্যাং পেয়েছেন ২৪৮.৯ পয়েন্ট এবং ব্রোঞ্জজয়ী ইউক্রেনের ইরয়ানা শ্চেতনিকের স্কোর ২২৭.৫ পয়েন্ট। অন্যদিকে, ডিসকাস থ্রোয়ের F56 বিভাগে রুপো পেলেন যোগেশ কাঠুনিয়া। ফাইনালে ৪৪.৩৮ মিটার থ্রো করেন তিনি। যা তাঁকে দ্বিতীয় স্থানে নিয়ে যায়। যদিও এই ইভেন্টে সোনা জিতেছেন বিশ্বরেকর্ডধারী বাতিস্তা ডস স্যান্টোস। যিনি ফাইনালে ৪৫.৫৯ মিটার থ্রো করেন।
ইতিমধ্যে অবনীকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। টুইট করেছেন ভারতের প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট দীপা মালিকও। এছাড়া গোটা দেশও শুভেচ্ছা জানাতে শুরু করেছে অবনীকে।
Phenomenal performance @AvaniLekhara! Congratulations on winning a hard-earned and well-deserved Gold, made possible due to your industrious nature and passion towards shooting. This is truly a special moment for Indian sports. Best wishes for your future endeavours.
— Narendra Modi (@narendramodi) August 30, 2021
Outstanding performance by Yogesh Kathuniya. Delighted that he brings home the Silver medal. His exemplary success will motivate budding athletes. Congrats to him. Wishing him the very best for his future endeavours. #Paralympics
— Narendra Modi (@narendramodi) August 30, 2021
Heartiest congratulations to Avani Lekhara for winning India’s first medal in Para Shooting. The young shooter kept her calm and won the medal by equalling the World record: Deepa Malik, president of Paralympic Committee of India
(File photo) pic.twitter.com/m3aIC01wCi
— ANI (@ANI) August 30, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.