সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তির ৫৭ কেজি ফ্রি-স্টাইল বিভাগে বড় জয় পেলেন কুস্তিগির রবি কুমার দাহিয়া (Wrestler Ravi Kumar Dahiya)। কাজাখস্তানের কুস্তিগির নুরিস্লাম সানায়েভকে হারিয়ে ফাইনালে উঠলেন তিনি। সেই সঙ্গে ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করে ফেললেন। কাজাখস্তানের প্রতিযোগী Fault করায় সেমিফাইনালে জিতে ফাইনালের টিকিট পেয়ে গেলেন রবি কুমার দাহিয়া। ফলে ভারতের ঝুলিতে কুস্তির এই বিভাগ থেকে রুপো আসছেই। তবে রবি জিতলেও একই ইভেন্টের ৮৬ কেজি বিভাগে হেরে গেলেন আরেক কুস্তিগির দীপক পুনিয়া। ০-১০ ব্যবধানে তাঁকে হারালেন আমেরিকার প্রতিযোগী। তবে এখনও দীপকের ব্রোঞ্জ জয়ের আশা রয়েছে।
#Olympics | Wrestling, Men’s 57kg Freestyle Semi-finals: Ravi Kumar Dahiya wins against Nurislam Sanayev, medal assured pic.twitter.com/mbpJIXw7oA
— ANI (@ANI) August 4, 2021
#WATCH | Haryana: Family members & neighbours of Ravi Kumar Dahiya in Sonipat stand up in joy as soon as he does his winning move in the Wrestling, Men’s 57kg Freestyle Semi-finals, against Kazakhstan’s Nurislam Sanayev in Tokyo #Olympics pic.twitter.com/oqgNS3CGbN
— ANI (@ANI) August 4, 2021
RAVI ADVANCES TO FINAL!!#IND #RaviDahiya advances to the Final of Men’s freestyle 57 Kg by Victory by fall (VFA) against #KAZ Nurislam Sanayev
With this India is guaranteed their 4th medal in #Tokyo2020#Wrestling#Olympics#Cheer4India pic.twitter.com/AnyB1Hld9I
— SAIMedia (@Media_SAI) August 4, 2021
এদিন ম্যাচের শুরু থেকেই অবশ্য রবি কুমারকে চাপে রেখেছিলেন কাজাখস্তানের প্রতিযোগী। একসময় ৯-২ পয়েন্টে এগিয়েও গিয়েছিলেন তিনি। সেসময় ভারতীয় কোচকেও দেখা যায় রবির উপর উত্তেজিত হয়ে কিছু বলতে। এমনকী রবি কুমারকে হলুদ কার্ডও দেখতে হয়। কিন্তু এরপরই ম্যাচে ফিরে আসেন রবি। পরপর পয়েন্ট জিততে থাকেন। তবুও পয়েন্টের বিচারে এগিয়ে ছিলেন কাজাখস্তানের প্রতিযোগীই। শেষপর্যন্ত Victory by Fall নিয়মে ম্যাচটি জিতে যান রবি কুমার।
অন্যদিকে, ৮৬ কেজির ফ্রিস্টাইল বিভাগে মার্কিন প্রতিযোগী ডেভিড মরিস টেলরের বিরুদ্ধে টিকতেই পারলেন না ভারতীয় কুস্তিগির দীপক পুনিয়া। ০-১০ ফলে হেরে গেলেন তিনি। যদিও এখনও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে দীপকের কাছে।
.@deepakpunia86 goes down to #USA David Morris Taylor III in the semifinal of the Men’s freestyle 86 Kg.
To play for Bronze tomorrow, 5 August #Wrestling#Tokyo2020 #Olympics#Cheer4India pic.twitter.com/GkGFReG3YS
— SAIMedia (@Media_SAI) August 4, 2021
এই জয়ের ফলে অলিম্পিকে চতুর্থ পদক নিশ্চিত হল ভারতের।আগামিকাল ফাইনালে নামবেন রবি কুমার দাহিয়া। রুপো নিশ্চিত করে ফেললেও অলিম্পিক কুস্তিতে দেশকে প্রথম সোনা এনে দেওয়াই লক্ষ্য থাকবে রবি কুমারের। এর আগে মীরাবাই চানু (রুপো), পিভি সিন্ধু (ব্রোঞ্জ) এবং লভলিনা বরগোঁহাই (ব্রোঞ্জ) ভারতকে পদক এনে দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.