সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের গোলাঘাট জেলার বরপাথার এলাকা। দিনকয়েক আগে পর্যন্ত এই এলাকার নামই হয়তো শোনেননি সিংহভাগ ভারতীয়। এখন সেই বরপাথার জুড়েই যেন উৎসবের আবহাওয়া। ঢাকঢোল পিটিয়ে চলছে উদযাপন। এলাকার মেয়ে গোটা বিশ্বের কাছে মুখ উজ্বল করেছে ভারতের। এই বরপাথার এলাকাতেই জন্ম লভলিনা বরগোঁহাইয়ের (Lovlina Borgohain)। ইতিমধ্যেই Olympics বক্সিংয়ে পদকজয় নিশ্চিত করে ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন লভলিনা। এলাকার মেয়ের এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত, অসমের এই অখ্যাত জনপদ। ঠিক যেভাবে উচ্ছ্বসিত গোটা দেশ।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma), কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু, প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু, অলিম্পিক বক্সিংয়ে ভারতের হয়ে প্রথম পদক আনা বিজেন্দর সিং, থেকে শুরু করে বিসিসিআই সচিব জয় শাহ। পদক নিশ্চিত করার পর অসমের সোনার মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। আর সকলেরই এখন একটাই আশা, একটাই প্রার্থনা, ব্রোঞ্জ বা রুপো নয়। চাই সোনাই। লভলিনা যদি সোনা জিততে পারেন তাহলে ২০০৮ সালের পর প্রথম অলিম্পিক সোনাজয় হবে ভারতের। আর বক্সিংয়ে এর আগে দুটি পদক ভারতের ঝুলিতে এলেও সোনা আসেনি। গোটা দেশ চাইছে লভলিনার পাঞ্চেই সেই অপেক্ষার অবসান হোক।
I can’t say thank you now. I will say it to everyone after finals: Boxer Lovlina Borgohain after winning quarterfinals in Boxing, Women’s Welterweight (64-69kg) in Tokyo#Olympics pic.twitter.com/41yPsVJjzC
— ANI (@ANI) July 30, 2021
যার জন্য এত কিছু, সেই লভলিনা নিজেও কিন্তু সোনা ছাড়া আর কিছুই ভাবছেন না। পদক নিশ্চিত করার পর এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়ে দিয়েছেন, রুপো বা ব্রোঞ্জ নয়। তাঁর লক্ষ্য সোনা। লভলিনার কথায়,”কোয়ার্টার ফাইনালে জিতে দারুণ লাগছে। এবার লক্ষ্য সেমিফাইনাল জেতা। ভারতের জন্য সোনা জিততে চাই। সেটাই লক্ষ্য। চেষ্টা করব আরও ভাল খেলার। এখনই কাউকে ধন্যবাদ জানাব না। ফাইনালের পরই সবাইকে ধন্যবাদ জানাব।”
India is confirmed of 2nd Olympics medal🇮🇳
What a lovely Boxing from Lovlina🥊@LovlinaBorgohai has reached semi-finals and looking for Gold medal in #Tokyo2020 Olympics!#Cheer4India pic.twitter.com/Rc3IU93svF— Kiren Rijiju (@KirenRijiju) July 30, 2021
This is a BIG punch ❤️
You continue to make us proud #LovlinaBorgohain and keep India’s flag high & shining at #TokyoOlympics2020.
Well done 👏 @LovlinaBorgohai pic.twitter.com/RYFACkNXUN
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 30, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.