স্টাফ রিপোর্টার: ইদানিং প্রায়শই লোকসভায় দেশের ক্রীড়া উন্নয়ন নিয়ে একাধিক প্রশ্ন করতে দেখা যাচ্ছে সাংসদ দেবকে। গত বছরের তুলনায় এবার কেন্দ্রীয় ক্রীড়া বাজেটে ৩৫০ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করা হয়েছিল। এই বাড়তি অর্থ ক্রীড়া মন্ত্রক কোন কোন খাতে খরচ করার পরিকল্পনা করেছে, তা জানতে চেয়ে ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে প্রশ্ন করলেন দেব।
পাশাপশি ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের পরিকল্পনার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন অভিনেতা সাংসদ। তবে দেবের প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে ক্রীড়ামন্ত্রী মন্ত্রকের ওয়েবসাইট ও খেলো ইন্ডিয়ার ওয়েবসাইটের লিংক তুলে ধরেছেন। ঘাটালের সাংসদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, “সরকার ২০২৫-২৬ সালের বাজেটে ৩৫১.৯৮ কোটি টাকার অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে। যা বিভিন্ন প্রকল্পে খরচের জন্য প্রযোজ্য। এই প্রকল্পগুলির বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের পাবলিক ডোমেনে পাওয়া যাবে। এছাড়াও খেলো ইন্ডিয়া প্রকল্পের দ্বারা ক্রীড়া ও পরিকাঠামো তৈরি ও উন্নয়নের জন্য খরচ করা হচ্ছে।”
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, “সারা দেশের বিভিন্ন স্পোর্টস কমপ্লেক্স, সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাক, সিন্থেটিক হকি মাঠ, সিন্থেটিক ফুটবল টার্ফ বসানো, সুইমিং পুলের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও অনুমোদন দেওয়া হয়েছে উন্নত ক্রীড়াসরঞ্জাম কেনার জন্যও। অনুমোদিত সব প্রকল্পগুলির বিবরণ খেলো ইন্ডিয়া ওয়েবসাইটে রয়েছে।” এই উত্তরপত্রের সঙ্গেই মাণ্ডব্য জুড়ে দিয়েছেন দুটি ওয়েবসাইটের লিংক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.