Advertisement
Advertisement
নাদাল

১৪ বছরের প্রেম বদলে গেল পরিণয়ে, বিলাসবহুল প্রাসাদে বিয়ে করলেন নাদাল

জানেন কীভাবে প্রথমবার দেখা হয়েছিল তাঁদের?

Tennis star Rafael Nadal got married to his long-time girlfriend
Published by: Sulaya Singha
  • Posted:October 20, 2019 6:32 pm
  • Updated:October 20, 2019 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৪ বছরের প্রেম অবশেষে পরিণয়ের রূপ নিল। ঈশ্বরকে সাক্ষী রেখে দীর্ঘদিনের বান্ধবী জিসকা পেরেলোকে জীবনসঙ্গী বানালেন রাফায়েল নাদাল।

স্পেনের বিলাসবহুল লা ফোর্টালেজায় গাঁটছড়া বাঁধলেন টেনিস তারকা। সংবাদ সংস্থায় খবর অনুযায়ী, ৩৫০ জন অত্যন্ত কাছের আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবদেরই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ের ছবি অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে যিনি পেরেলোর বিয়ের পোশাক ডিজাইন করেছেন, সেই রোসা ক্লারা সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন। যেখানে কনের পোশাকের হালকা ইঙ্গিত মিলেছে। তিনি লিখেছেন, “আমাদের সকলের জন্য এই বিয়ের দিনটা অত্যন্ত স্পেশ্যাল। এমন গুরুত্বপূর্ণ দিনের অংশ হতে পারায় খুব গর্বিত। রাফা এবং পেরেলো জুটিকে আগামীর জন্য অনেক শুভেচ্ছা জানাই।”

Advertisement

[আরও পড়ুন: শুরুতেই জোড়া ধাক্কা, ভারতের বিরাট রানের সামনে দিশেহারা দক্ষিণ আফ্রিকা]

রাফার বিয়েতে স্পেনের অট্টালিকায় রাফা-পেরেলোর ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ছিলেন একঝাঁক তারকাও। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন টেনিস দুনিয়ার ডেভিড ফেরার, ফেলিসিয়ানো লোপেজের মতো চেনা সমস্ত মুখ। হাজির ছিলেন স্প্যানিস তারকার দীর্ঘদিনের কোচ আঙ্কল টোনিও। তবে সুইস ইন্ডোর বাসেল কাপের প্রস্তুতির জন্য নাদালের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি টেনিস সম্রাট রজার ফেডেরার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

An overwhelming wedding day for all of us! We feel incredibly proud for taking part in such an important day – Mery Perelló and Rafa Nadal’s wedding. We would like to congratulate the gorgeous and unique couple, we wish you the best forever! Rosa Clará is the designer of Mery Perelló’s wedding dress, an exquisitely clean-lined haute couture design. The bodice, with jewel neckline and long sleeves, was made of beautiful Art Deco-inspired French lace with delicate patterning, flower motifs and microbeading on the meticulously hand-embroidered fabric. The ballgown-style skirt, made of silk crepe, featured a weightless detachable train, created in Rosa Clara’s Atelier. The whole process was full of emotions between all of us. We just want to thank the whole family for trusting in us, you’re extraordinary. ___ ¡Hoy es un día muy emocionante para todos nosotros! Nos sentimos enormemente orgullosos por haber formado parte en un día tan especial – la boda de Mery Perelló y Rafa Nadal. Nos encantaría felicitar a la pareja por su matrimonio, ¡los mejores deseos! Rosa Clará es la diseñadora del vestido que lucía Mery Perelló, ¡estaba espectacular! Un elegante y sofisticado diseño de alta costura, de líneas puras y delicadas. El cuerpo, de escote caja y manga larga, está realizado en encaje francés, inspirado en el movimiento artístico Art Déco, compuesto por motivos gráficos y florales. Está bordado a mano, de manera meticulosa con micropedrería incrustada en el dibujo. La falda, de línea evasé, confeccionada en crepe de seda natural, incorpora una ligera sobrecola extraíble. El vestido ha sido elaborado en el Atelier de Rosa Clará con un trabajo de excepcional técnica y artesanía, y muchísimas emociones entre todos nosotros. Queremos agradecer a toda la familia por haber confiado en nosotros, ¡sois extraordinarios! __ #RosaClara #RosaClaraCouture #RafaNadal #Wedding #BridalFashion #RealBride

A post shared by Rosa Clará (@rosa_clara) on

বোন মারিবেলের মাধ্যমেই পেরেলোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল নাদালের। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে গভীর হয় ভালবাসা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই বেশি চর্চা পছন্দ করতেন না ১৯টি গ্র্যান্ড স্লামের মালিক নাদাল। বয়ফ্রেন্ডের ম্যাচ দেখতে পেরেলোকে স্টেডিয়ামেও বিশেষ দেখা যায় না। তবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নাদালকে প্রশ্ন করা হলে জানিয়েছিলেন, পেরেলোর সঙ্গে সংসার পাততে চান। বাবা হওয়ার ইচ্ছাও গোপন করেননি তিনি। অবশেষে বাস্তবায়িত হল সেই দিন। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখা সেলেব দম্পতি।

[আরও পড়ুন: প্রো-কবাডি লিগে দিল্লিকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement