Advertisement
Advertisement
Maria Sharapova

ফুটফুটে সন্তানের জন্ম দিলেন শারাপোভা, আনন্দে আত্মহারা হবু স্বামী, দেখুন ছবি

সদ্যোজাতর নামও জানালেন মাশা।

Tennis Star Maria Sharapova Welcomes her first Son | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 16, 2022 2:12 pm
  • Updated:July 16, 2022 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন মারিয়া শারাপোভা। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রুশ সুন্দরী। প্রথমবার সন্তান জন্ম দেওয়ার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করেন নিলেন প্রাক্তন টেনিস তারকা। সঙ্গে জানালেন সদ্যোজাতর নামও।

শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন শারাপোভা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, “আমাদের পরিবারের সবচেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং এবং মন ভাল করে দেওয়ার মতো উপহার।” ছেলের নাম রেখেছেন থিওডর। মাশা জানান, গত পয়লা জুলাই জন্ম হয়েছে থিওডরের। এবার তাকে একঝলক দেখার সুযোগ করে দিলেন অনুরাগীদের। ছবিতে মারিয়া ও হবু স্বামী অ্যালেক্সান্ডারের সঙ্গে পিছন থেকে সামান্য দেখা যাচ্ছে ছোট্ট থিওডরের চেহারাও।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রশাসিত উত্তরবঙ্গের ব্লু-প্রিন্ট গেরুয়া মুখপত্রে, বাংলাকে দুর্বল করাই লক্ষ্য বিজেপির]

২০২০ সালে টেনিসকে বিদায় জানিয়েছিলেন মাশা (Maria Sharapova)। দীর্ঘদিন ধরে কাঁধের চোটের জন্য ভুগছিলেন তিনি। তার প্রভাব পড়ছিল খেলায়। সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না। সেই কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর গত এপ্রিলে রুশ সুন্দরী জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। এবার হবু স্বামী তথা ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেক্সান্ডার গিলকেসের সন্তানের মা হলেন তিনি। উল্লেখ্য, ২০২০ সালেই তাঁর সঙ্গে বাগদান সেরেছিলেন শারাপোভা।

২০০৪ সালে ঐতিহ্যবাহী উইম্বলডনের (Wimbledon Open) সোনার থালা হাতে তুলে বিশ্ব টেনিসে নিজের আগমন বার্তা দিয়েছিল সপ্তদশী মারিয়া। বিশেষজ্ঞরা বলেছিলেন, এই মেয়ে লম্বা রেসের ঘোড়া। এরপর দুটি ফরাসি ওপেন এবং একটি করে ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম সম্পূর্ণ করেছিলেন তিনি। কিন্তু ২০১৬ সালে আসে কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়। সে বছর ডোপ টেস্টে ফেল করায় ১৫ মাসের জন্য আন্তর্জাতিক টেনিস থেকে নির্বাসিত হন মাশা। নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরলেও নিজের সেরা ফর্মে ফিরতে পারেননি। সেই কারণে ২০২০ সালে অবসরই ঘোষণা করেন তিনি। এবার মাতৃত্ব উপভোগ করতে চান ৩৫ বর্ষীয় শারাপোভা।

[আরও পড়ুন: ২৪-এ লালকেল্লায় হাওয়াই চপ্পল, তাঁতের শাড়িতে বঙ্গতনয়ার ভাষণ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement