সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলা মানেই লড়াই। প্রতিটি খেলাতেই হার-জিত থাকে। থাকে আনন্দ ও মন খারাপ। কেউ জিতে সেলিব্রেট করেন তো উলটো জনকে ডুবতে হয় হারের হতাশায়। কিন্তু দিনের শেষে স্পোর্টস ম্যান স্পিরিটের উপর দিয়েই ঘুরে দাঁড়ান প্রত্যেক খেলোয়াড়। কিন্তু ঘানার একটি ম্যাচে ধরা পড়ল একেবারে অন্যরকম ছবি। ম্যাচ হেরে মেজাজ হারিয়ে প্রতিপক্ষকে কষিয়ে থাপ্পড়ই মেরে দিলেন এক খেলোয়াড়! যা দেখে তাজ্জব নেটদুনিয়া।
টেনিস কোর্টে অনেকবার বড় বড় তারকাকে তেলে বেগুনে জ্বলে উঠতে দেখা গিয়েছে। কেউ কোর্টে ব়্যাকেট ছুঁয়ে মেরেছেন তো কেউ রেফারির সঙ্গে জড়িয়েছেন বচসায়। কিন্তু সে সবকিছুকে ছাপিয়ে গেল ঘানার একটি টেনিস ম্যাচের ঘটনা। ১৫ বছরের ফরাসি টেনিস খেলোয়াড় মাইকেল কোমে মুখোমুখি হয়েছিলেন ঘানার ছেলে রাফায়েল নী আনক্রার। আইটিএফ জুনিয়র্স টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচ ছিল এটি। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে ম্যাচের পর রাফায়েলের সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন কোমে। প্রথা মেনে হ্যান্ডশেকও করেন। কিন্তু ঠিক তার পরমুহূর্তে বাঁ-হাতে সজোরে রাফায়েলের গালে চড় কষান তিনি। হকচকিয়ে যান হোম ফেভারিট রাফায়েল।
Number 1 seeded player Michael Kouame from France 🇫🇷 slaps Raphael Nii Ankrah 🇬🇭 after losing in the ongoing TGF ITF jnrs world tour at the Accra sports stadium pic.twitter.com/pj4WjfifXZ
— KENNETH KWESI GIBSON 🎾 (@Kwesi_Gibson) April 4, 2022
ফাংশানল টেনিস পডকাস্টের তরফে সেই ঘটনার ভিডিওটি পোস্ট করা হয়। কিন্তু মঙ্গলবার তারা ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। তবে ততক্ষণে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় ভিডিওটি। অনেকেই খেলোয়াড়ের কীর্তি দেখে হতবাক হয়ে যান নেটিজেনরা। মাত্র ১৫ বছরে কোর্টে এভাবে কোমেকে মেজাজ হারাতে দেখে নিন্দাও করেছেন অনেকে।
ওই ভিডিওটির পর আরও একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, এই ‘কীর্তি’র জন্য অনেকে কোমের দিকে তেড়ে যান। তা দেখে কোমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। প্রসঙ্গত, ওই ম্যাচে টুর্নামেন্টের শীর্ষ বাছাই রাফায়েলের কাছে ৬-২, ৬-৭, ৭-৬ সেটে হারেন কোমে।
— KENNETH KWESI GIBSON 🎾 (@Kwesi_Gibson) April 4, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.