Advertisement
Advertisement
Paralympic Games 2024

বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক, প্যারা অলিম্পিকে ফের নতুন নজির গড়তে চান সুমিত

গত তিনটি মেগা টুর্নামেন্টে প্রত্যেকবার বিশ্বরেকর্ড ভেঙেছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার।

Sumit Antil eyes to break world record in Paralympic Games 2024

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 20, 2024 4:06 pm
  • Updated:August 20, 2024 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প‌্যারিসে অনুষ্ঠিত আসন্ন প‌্যারা অলিম্পিকে নিজের বিশ্বরেকর্ড আরও উন্নত করতে চান টোকিও প‌্যারা অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ‌্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল। টোকিওতে পুরুষদের জ‌্যাভলিনে এফ৬৪ ক‌্যাটাগরিতে ৬৮.৫৫ মিটার ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন সুমিত। এরপর ২০২৩ প‌্যারা বিশ্ব চ‌্যাম্পিয়নশিপে ৭০.৮৩ মিটার ছুঁড়ে নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি। শুধু তাই নয়, ২০২৩ হাংঝৌ প‌্যারা এশিয়ান গেমসে ফের নিজের বিশ্বরেকর্ড ভেঙে দেন ভারতীয় তারকা। তিনি ৭৩.২৯ মিটার ছুড়ে এশিয়ান গেমসে সোনা জেতার পাশাপাশি ফের বিশ্বরেকর্ড গড়েন। এবার সুমিতের লক্ষ‌্য প‌্যারিসে নতুন বিশ্বরেকর্ড গড়া।

২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর প‌্যারিসে এবার অনুষ্ঠিত হতে চলেছে প‌্যারা অলিম্পিক। এবারের প‌্যারা অলিম্পিকে ভারতের জাতীয় পতাকা বহন করবেন সুমিত এবং মহিলা শটপাটার ভাগ‌্যশ্রী যাদব। আসন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে সুমিত জানালেন, ‘‘আমার দীর্ঘদিনের লক্ষ‌্য ৮০ মিটার দূরত্ব অতিক্রম করা। তবে প‌্যারিসে আমার লক্ষ‌্য ৭৫ মিটার ছুঁড়ে দেশের জন‌্য সোনা জেতা।’’

Advertisement

[আরও পড়ুন: এখনও ভোগাচ্ছে চোট, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে মেসিকে ছাড়াই ঘোষিত আর্জেন্টিনার দল

২০১৫ সালে পথ দুর্ঘটনায় অঙ্গহানি হয় সুমিতের। তবু লড়াই ছাড়েননি। বলছিলেন, ‘‘প্র্যাকটিসে আমার থ্রো ধারাবাহিকই আছে। টেকনিকে কোনও পরিবর্তন না ঘটিয়েও শক্তি বৃদ্ধি হয়েছে আমার। চেষ্টা করব নিজের পুরনো রেকর্ডের উন্নতি ঘটানোর।’’ গত প‌্যারা অলিম্পিক চ‌্যাম্পিয়ন। তার উপর এবার প‌্যারা অলিম্পিকের উদ্বোধনে পতাকাবাহক। বাড়তি চাপ কি অনুভূত হচ্ছে? এর জবাবে সুমিত বলেন, ‘‘এখনও পর্যন্ত কোনও চাপ নেই আমার উপর। তবে প‌্যারিসে পৌঁছনোর পর বোঝা যাবে। একবার গেমস ভিলেজ বা প্রতিযোগিতার ভেন‌্যুতে প্রবেশ করলে ব‌্যাপারটা অন‌্যরকম হয়ে যায়। তবে আমি চেষ্টা করব, যাবতীয় চাপ অতিক্রম করে নিজের সেরাটা দেওয়ার। আমি এই মুহূর্তগুলি উপভোগ করতে চাই। এই প্রথমবার প‌্যারা অলিম্পিকে ভারত এত বড় দল নিয়ে যাচ্ছে। আর জাতীয় পতাকা বহন করব আমি। ভীষণ গর্ব হচ্ছে। পতাকা বহন করাটা অন‌্যরকম আবেগ। প্রথমবার প‌্যারা অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেব। দুর্দান্ত লাগছে।’’ তিনি আরও জানিয়েছেন যে, টোকিও প‌্যারা অলিম্পিকের পর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার থেকে প্রস্তুতিতে মন দিয়েছিলেন।

[আরও পড়ুন: ইস্টবেঙ্গল ফ্যানকে কাঁধে তোলা মোহনবাগানির মাকে প্রণামের অঙ্গীকার দেবদূতের, চোখে জল শিলাদিত্যর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement