Advertisement
Advertisement

Breaking News

Paris Olympics 2024

মনুর সঙ্গে অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন কে? জানিয়ে দিল আইওএ

কার নাম জানাল আইওএ?

Paris Olympics 2024: PR Sreejesh will be the flag-bearer of India with Manu Bhaker in the closing ceremony of Olympics 2024
Published by: Krishanu Mazumder
  • Posted:August 9, 2024 3:04 pm
  • Updated:August 9, 2024 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকের (Paris Olympics 2024) সমাপ্তি অনুষ্ঠানে মনু ভাকেরের সঙ্গে পতাকাবাহক হিসেবে থাকবেন ভারতের হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ (PR Sreejesh)। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন শুক্রবার জানিয়ে দিল, ভারতের গোলকিপারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। 
বৃহস্পতিবার স্পেনকে হারিয়ে ভারত ব্রোঞ্জ পেয়েছে হকিতে। পর পর দুই অলিম্পিকে হকি থেকে ব্রোঞ্জ এল ভারতের। গতকালই শেষ ম্যাচ ছিল ভারতের গোলকিপার পিআর শ্রীজেশের। শেষটা রাঙিয়ে দিলেন তিনি। আগেই জানানো হয়েছিল, প্যারিসে জোড়া ব্রোঞ্জজয়ী মনু ভাকের (Manu Bhaker) থাকবেন পতাকাবাহক। এবার জানিয়ে দেওয়া হল, মনুর সঙ্গে থাকবেন শ্রীজেশও। দুজনেই দেশের পতাকা বইবেন। 

[আরও পড়ুন: জ্যাভলিন থ্রোয়ার নন, ক্রিকেটার হতে চেয়েছিলেন অলিম্পিক সোনা জয়ী আর্শাদ নাদিম

 

Advertisement

আইওএ-র প্রেসিডেন্ট পিটি ঊষা জানিয়েছেন, ”প্রায় দুদশক ধরে শ্রীজেশ দেশের হকি দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন।” সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকাবাহক হওয়ার দৌড়ে ছিলেন নীরজ চোপড়াও। গতকালই তিনি রুপো জিতেছেন জ্যাভলিনে। টোকিওয় সোনা জিতেছিলেন তিনি। ফলে তিনিও পতাকাবহাক হওয়ার ব্যাপারে যোগ্য ছিলেন। কিন্তু নীরজ নিজেই শ্রীজেশের জন্য জায়গা ছেড়ে দেন। সেই প্রসঙ্গে ঊষা বলছেন, ”আমি নিজে নীরজ চোপড়ার সঙ্গে কথা বলেছি। স্বতঃস্ফূর্তভাবে নীরজ কিন্তু শ্রীজেশের কথাই বলেছেন।” ঊষা মুগ্ধ হয়েছেন নীরজের প্রতিক্রিয়া জেনে। প্রাক্তন স্প্রিন্টারকে নীরজ জানান, ”ম্যাডাম, আপনি যদি আমাকে জিজ্ঞাসা নাও করতেন, তাহলেও আমি শ্রীজেশ ভাইয়ের নামই প্রস্তাব করতাম।” এতেই প্রমাণিত শ্রীজেশের উপরে কতটা শ্রদ্ধা রয়েছে নীরজের। ইন্ডিয়ান অলিম্পিক সংস্থা আগেই মনু ভাকেরের নাম জানিয়েছিল। এবার তাঁর সঙ্গে শ্রীজেশের নাম ঘোষণা করা হল। 

[আরও পড়ুন: আরও এক পদকের সামনে তরুণ কুস্তিগির আমন, আর কোন ইভেন্টে ভালো ফল করতে পারে ভারত?

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement