Advertisement
Advertisement
WFI

WFI: ব্রিজভূষণের ‘ডানহাত’কে সরিয়ে দিল কেন্দ্র, আপাতত বন্ধ কুস্তি ফেডারেশনের সব কাজ

রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে তদন্তের রিপোর্ট সরাসরি জমা পড়বে প্রধানমন্ত্রীর কাছে।

Sports ministry suspends WFI assistant secretary, puts activities on hold | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 22, 2023 10:30 am
  • Updated:January 22, 2023 11:46 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষপর্যন্ত কি পদত্যাগ করতে বাধ্য হবেন কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। ঘটনাক্রম অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। শনিবার মধ্যরাতে সরিয়ে দেওয়া হল রেসলিং ফেডারেশনের সহ-সচিব বিনোদ তোমরকেও। ব্রিজভূষণের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই বিনোদ। তাঁর মাধ্যমেই কাজকর্ম পরিচালনা করতেন কুস্তি ফেডারেশনের প্রধান। শুধু তাই নয়, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে ব্রিজ ভূষণ শরণ সিংকেও ইস্তফা দিতে বলা হয়েছে বলে সূত্রের দাবি।

সূত্রের খবর, শনিবার রাতে আরও একদফা রেসলারদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তারপরই বিনোদ তোমরকে (Vinod Tomar) সরানোর সিদ্ধান্ত নেন। সেই সঙ্গে রেসলিং ফেডারেশনের যাবতীয় কাজকর্ম আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, রবিবার রেসলিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা ছিল, সেটাও বাতিল করা হয়েছে। যা খবর তাতে ব্রিজভূষণ শরণ সিংয়ের উপর এবার চাপ সৃষ্টি করবে ক্রীড়ামন্ত্রক।

Advertisement

[আরও পড়ুন: মোদিকে বদনাম করার চেষ্টা! BBC ডকু সিরিজ নিয়ে সব টুইট ব্লক করার নির্দেশ কেন্দ্রের]

ইতিমধ্যেই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) তরফে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিই ব্রিজভূষণ এবং কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্ত শুরু করেছে। ঘটনায় এবার সরাসরি ঢুকে পড়েছে প্রধানমন্ত্রীর দপ্তরও। ওই কমিটির সদস্য যোগেশ্বর দত্ত জানিয়েছেন, তাঁরা নিজেদের রিপোর্ট সরাসরি জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্রীড়া মন্ত্রককেও রিপোর্ট জমা দেওয়া হবে।

[আরও পড়ুন: মাত্র ১০ মিলিলিটার ভদকা সঙ্গে রাখাই কাল! জেলে যেতে হল রুশ পর্যটককে]

তবে এতকিছু সত্ত্বেও ব্রিজভূষণ শরণ সিং নিজের দাবিতে অনড়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক (Sports Ministry) একপ্রকার স্পষ্টতই ব্রিজভূষণকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। কিন্তু তিনি তাতে ভ্রুক্ষেপও করলেন না। উলটে কুস্তি ফেডারেশনের তরফে পালটা বিবৃতি দিয়ে দাবি করলেন, গোপন কোনও উদ্দেশ্যে এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, এই বিক্ষোভ ভারতে কুস্তির জন্য ভাল বিজ্ঞাপন নয়। এতে ভারতীয় কুস্তির কোনওরকম উন্নতিও হবে না। এটা শুধু ম্যানেজমেন্টের উপর চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে কোনও গোপন উদ্দেশ্যে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement