Advertisement
Advertisement

Breaking News

Shoaib Malik Sania Mirza

‘চরিত্রহীন দাদা’, বউদি সানিয়ার পাশে দাঁড়িয়ে শোয়েবকেই কাঠগড়ায় তুললেন বোন

শনিবার তৃতীয়বার বিয়ে করেছেন শোয়েব মালিক।

Shoaib Malik's sister alleges Sania Mirza was tired of his extramarital affairs | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:January 21, 2024 10:48 am
  • Updated:January 21, 2024 10:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) অতীত। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বেগম এখন সানা জাভেদ (Sana Javed)। শনিবার তৃতীয়বার বিয়ে করে ফেলছেন পাক ক্রিকেটার। সানিয়া মির্জা শরিয়ত আইন অনুযায়ী ‘খুলা’ দিয়েছেন। ‘খুলা’ অনুযায়ী মুসলিম স্ত্রী একপেশেভাবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে দিতে পারেন।

কিন্তু সানিয়া-শোয়েবের (Shoaib Malik) বিচ্ছেদে নাকি একেবারেই সায় ছিল না শোয়েবের পরিবারের। এমনকী তাঁর নতুন বিয়েতেও খুশি নয় পরিবার। তেমনটাই দাবি পাক ক্রিকেটারের বোনের। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শোয়েবের বোন জানিয়েছেন, তিনি বা তাঁর পরিবারের কেউই তাঁর দাদার নতুন বিয়েতে খুশি নন।

Advertisement

[আরও পড়ুন: ‘ওর অহংবোধ বড্ড বেশি’, কোহলি সম্পর্কে এমন মন্তব্য কেন করলেন ইংল্যান্ডের তারকা?]

শোয়েবের বোনের দাবি, পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিবাহ-বহির্ভূত সম্পর্কে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সানিয়া (Sania Mirza)। শোয়েবকে বারবার বুঝিয়েও লাভ হয়নি। একাধিক নারীর সঙ্গে শোয়েবের সম্পর্ক মেনে নিতে পারেননি ভারতের টেনিস তারকা। শোয়েবের বোন বলছেন, বউদি সানিয়ার সঙ্গে দাদা শোয়েবের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি লেগেই থাকত। সানিয়া সেসব সামলাতে সামলাতে অতিষ্ঠ হয়ে যান। 

[আরও পড়ুন: ডার্বিতে ২-১ ব্যবধানে এগিয়ে কুয়াদ্রাত, হ্যামলিনের বাঁশিওয়ালা কৃতিত্ব দিচ্ছেন ক্লেটন-নন্দদের]

শনিবার শোয়েব যে বিয়ে করেছেন, তাতে পরিবারের কাউকে পাশে পাননি। বাড়ির অমতে বিয়ে বলেই কেউ দাদার বিয়েতে যায়নি বলে দাবি পাক ক্রিকেটারের বোনের। সব মিলিয়ে প্রাক্তন পাক অধিনায়কের তৃতীয় বিয়ে নিয়ে তাঁর পরিবারে আগুন জ্বলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement