সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারালিম্পিকের তিরন্দাজিতে ব্রোঞ্জ পেলেন ভারতের রাকেশ কুমার এবং শীতল দেবী। মাত্র এক পয়েন্টের ব্যবধানে ভারতের রাকেশ-শীতল হারান ইটালির মাতেও বোনাসিনা ও এলেওনোরা সার্তিকে। ভারতের মিক্সড টিম ১৫৬-১৫৫ পয়েন্টে ম্যাচ জেতেন।
এর আগে ভারতীয় জুটি হার মানেন ইরানের ফাতেমা ও হাজি নরির কাছে। সেমিফাইনালে পয়েন্ট ছিল ১৫২-১৫২। শুট অফে হার মানেন ভারতীয় জুটি।
ব্রোঞ্জ পদকের ম্যাচে প্রথম রাউন্ডের শেষে ইটালি লিড নিয়ে নেয়। তারা দুবার স্পাইডার মারে। সেকেন্ড সেটে ভারত ফিরে আসে। তৃতীয় সেটে ইটালি আবারও এগিয়ে যায়। কিন্তু শীতল ও রাকেশ মরিয়া হয়ে লড়ে ব্রোঞ্জ ছিনিয়ে নেন। শীতল দেবী অবশ্য প্রশংসা কুড়িয়ে নেন। ১৭ বছর বয়সে শীতল সবচেয়ে কম বয়সে প্যারালিম্পিক থেকে পদক জেতেন। হাত না থাকায় পা দিয়ে তির ছুড়ে তিনি বুলস আই হিট করেছেন। জন্ম থেকেই বিরল রোগ ‘ফোকোমেলিয়া’য় আক্রান্ত শীতল। ফলে বেড়ে ওঠেনি হাত। কিন্তু তাতেও দমে যাননি জম্মু-কাশ্মীরের কিশতওয়ারের লোইধার গ্রামের তিরন্দাজ। চিনে আয়োজিত প্যারা এশিয়ান গেমসে পা দিয়ে তির ছুড়ে সোনা জিতেছিলেন শীতল। এশিয়ান গেমসের একটি সংস্করণে দু’টি বা তার বেশি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা শীতল। গত বছর প্যারা এশিয়ান গেমসে মহিলাদের ডাবলসে রুপো এবং মিক্সড ডাবলসে সোনা জিতেছিলেন শীতল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.