সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের ২৪ তম গ্র্যান্ড স্ল্যাম অধরাই রয়ে গেলে সেরেনা উইলিয়ামসের। যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালেও পরাস্ত হতে হল ৩৭ বছর বয়সী মার্কিন তারকাকে। সেরেনাকে হারিয়ে নজির গড়লেন কানাডিয়ান তারকা বিয়াঙ্কা আন্দ্রিস্কু। স্ট্রেট সেটে ইউএস ওপেনের ফাইনালে জয়ের মাধ্যমে প্রথম কানাডিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যাম খেতাব পেলেন বিয়াঙ্কা। ম্যাচের ফলাফল ৬-৩, ৭-৫।
কেরিয়ারে ইতিমধ্যেই ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা। কিন্তু, ২৪ নম্বর গ্র্যান্ড স্ল্যামটি জেতার লক্ষ্যে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি। গত একবছরে ৪টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে তাঁকে হারতে হয়েছে। এদিন জিততে পারলে ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়ে মার্গারেট কোর্টের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারতেন তিনি। কিন্তু, সেরেনার সেই লক্ষ্য অধরাই রয়ে গেল। ফাইনালে একপ্রকার চমকে দিলেন ১৯ বছর বয়সি বিয়াঙ্কা।
সেরেনার জন্য এটা ছিল ৩৩ তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। ফাইনালে শুরুটাই খুব খারাপ হয় সেরেনার। প্রথম সার্ভিসেই পরপর দুটি ‘ডাবল ফল্ট’ করে বসেন তিনি। প্রথম সার্ভিস পয়েন্ট খোয়ানোর ধাক্কাটা আর সামলে উঠতে পারেননি তিনি। প্রথম সেটটি কার্যত একপেশেভাবে জিতে নেন বিয়াঙ্কা। দ্বিতীয় সেটটি অবশ্য কঠিন লড়াইয়ের মাধ্যমে জেতেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে সেরেনাকে পরাস্ত করে একপ্রকার চমকে দিয়েছেন বিয়াঙ্কা।
জয়ের ফলে একাধিক রেকর্ডের মালিক হলেন আন্দ্রিস্কু। প্রথম কানাডিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি ২০০৬-এর পর প্রথমবার টিন-এজার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন বিয়াঙ্কা। এর আগে ২০০৬ সালে শেষবার টিন-এজার হিসেবে গ্র্যান্ড স্ল্যামের মালিক হন মারিয়া শারাপোভা। বিশ্ব র্যাংকিংয়ে ১৫ নম্বরে থাকা উনিশের বিয়াঙ্কা আন্দ্রিস্কুর এই উত্থান চমকৃত করেছে টেনিস বিশ্বকে। বছরখানেক আগেও তিনি বিশ্বব়্যাঙ্কিংয়ে ছিলেন দেড়শোর আশেপাশে। মজার ব্যপার হল, সেরেনা যখন প্রথম গ্র্যান্ড স্ল্যামটি জেতেন তখন জন্মও হয়নি বিয়াস্কার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.