সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি ওপেনের মঞ্চে আরও একবার সাফল্য ভারতের। রবিবার চিনা তাইপেই জুটিকে হারিয়ে দ্বিতীয়বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty)।
এদিন পুরুষ ডবলসের ফাইনালে চিনা তাইপেই লি ঝে-হুয়েই এবং ইয়াং পো-সুয়ানের মুখোমুখো হয়েছিল টুর্নামেন্টের শীর্ষ বাছাই ভারতীয় ব্যাডমিন্টন জুটি। মাত্র ৩৬ মিনিটের লড়াইয়েই প্রতিপক্ষকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে ট্রফি হাতে তুললেন তাঁরা। প্রথম গেম কার্যত হাসতে হাসতে পকেটে পোরেন তাঁরা। দ্বিতীয় গেমে ৯-১১ পিছিয়ে পড়লেও দুরন্ত কামব্যাক করে প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই দেননি সাত্বিক-চিরাগ। তাঁদের পক্ষে ম্যাচের ফল ২১-১১, ২১-১৭। ফলস্বরূপ, ২০২২ সালের পর আরও একবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ভারতীয় জুটি।
Podium Pictures
MD Podium
Satwiksairaj Rankireddy and Chirag Shetty 🥇
Lee Jhe Huei and Yang Po Hsuan 🥈 pic.twitter.com/oUMUDAPy2R— Just Badminton (@BadmintonJust) March 10, 2024
চলতি বছর এটাই তাঁদের প্রথম খেতাব জয়। এর আগে দুটি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেননি। তবে ফরাসি ওপেনে ফেভারিট হিসেবেই নেমেছিলেন তাঁরা। অবাছাই চিনা তাইপেই জুটিকে হারাতে তাই বিশেষ বেগ পেতে হয়নি তাঁদের। উল্লেখ্য, আসন্ন প্যারিস অলিম্পিকে এই কোর্টেই হবে ব্যাডমিন্টনের লড়াই। তার আগে অ্যাডিডাস এরিনায় নজর কাড়লেন দেশের তারকা জুটি সাত্বিক-চিরাগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.