Advertisement
Advertisement
Sania Mirza

স্বামীকে লুকিয়ে ৩ বছর ধরে শোয়েবের সঙ্গে প্রেম সানার, ফাঁস গোপন তথ্য!

শোনা যাচ্ছে সানিয়ার পাশে দাঁড়িয়ে শোয়েবের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়নি পাক তারকার পরিবার।

Sania Mirza-Shoaib Malik divorce: Shocking claims of Pakistani journalist | Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Sulaya Singha
  • Posted:January 23, 2024 4:56 pm
  • Updated:January 23, 2024 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানিয়া মির্জার (Sania Mirza) সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে তৃতীয়বার বিয়ে করেছেন শোয়েব মালিক। তবে শোয়েব একা নন, স্বামীকে ডিভোর্স দিয়েছেন সানা জাভেদও। বিচ্ছেদের কয়েক মাস আগেও স্বামীর কাছে শোয়েবের কথা গোপন রেখেছিলেন তিনি। স্বামীকে লুকিয়েই নাকি গত ৩ বছর ধরে পাক তারকার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন সানা। এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন এক পাক সাংবাদিক।

পাকিস্তানি চ্যানেল সামা টিভির রিপোর্ট অনুযায়ী, একটি টিভি শোয়ে প্রথম পরিচয় হয় শোয়েব ও সানার। তারপর থেকেই নিয়মিত দেখা-সাক্ষাৎ হত তাঁদের। এমনকী, প্রাক্তন পাক অধিনায়ক নাকি পরবর্তীতে ওই শোয়ে আসার একটি শর্তও দিয়েছিলেন। তিনি সাফ জানিয়ে দেন, সানাকেও অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলেই তিনি আসবেন। কিন্তু সে সময় বিষয়টি নিয়ে কোনও গুঞ্জন হয়নি। কারণ সানা তখন উমের জসওয়ালের স্ত্রী। ফলে তাঁদের ভালো বন্ধু বলেই ধরে নিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। উলটে আয়েশা ওমারের সঙ্গে শোয়েবের সম্পর্ক নিয়ে শুরু হয় জলঘোলা। কেউ টেরই পাননি আসল প্রেমের মধু জমছিল অন্যখানে। এমনকী সানার স্বামীও এ বিষয়ে কিচ্ছুটি আন্দাজ করতে পারেননি।

Advertisement

[আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টেস্ট দলে মাত্র দুজন ভারতীয়, নেই রোহিত-কোহলি]

কয়েক মাস আগে স্বামীর কাছে সানা ডিভোর্স চাইলে রীতিমতো স্তম্ভিত হয়ে যান উমের! শোয়েবের সঙ্গে কখন সম্পর্ক এতখানি ঘনিষ্ঠ হয়ে গিয়েছে, তিনি বুঝতেও পারেননি। শোনা গিয়েছে, উমেরের মতো শোয়েবের এহেন সিদ্ধান্তে হতাশ ও বিস্মিত তাঁর পরিবারও। প্রত্যেকেই সানিয়ার পাশে দাঁড়িয়েছেন। যে কারণে নাকি শোয়েবের বিয়ের অনুষ্ঠানেও কেউ উপস্থিত হননি।

পাক তারকাকে ভালোবেসে ২০১০ সালে শোয়েবকে বিয়ে করেছিলেন সানিয়া। পাক তারকাকে বিয়ে করায় কম কটাক্ষ সহ্য করতে হয়নি তাঁকে। তিনি খেলায় ভারত নাকি পাকিস্তান, কোন দেশের প্রতিনিধিত্ব করবেন, সেসব প্রশ্নের মুখেও পড়েছেন বারবার। তবে প্রতিবারই সব সমালোচনার কড়া জবাব দিয়েছেন ভারতীয় টেনিস সুন্দরী। আপাতত ছেলে ইজহানকে বড় করার দিকেই মন দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ভিড় ঠেলে গিয়েও রামলালার দর্শনে বাধা পেলেন রণবীর-আলিয়ারা! ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement