Advertisement
Advertisement

Breaking News

Sania Mirza Rohan Bopanna

জীবনের শেষ ট্রফির একধাপ দূরে, অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে সানিয়া

মিক্সড ডাবলস ফাইনালেই জীবনের শেষ ম্যাচ খেলবেন সানিয়া।

Sania Mirza and Rohan Bopanna reaches Australian Open final | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 25, 2023 3:46 pm
  • Updated:January 25, 2023 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে সানিয়া মির্জা (Sania Mirza)। বুধবার অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে উঠলেন ভারতীয় টেনিস সুন্দরী। রোহন বোপান্নার (Rohan Bopanna) সঙ্গে জুটি বেঁধে এই টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন সানিয়া। ট্রফি জয়ের থেকে মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের পরেই পেশাদার টেনিস থেকে সরে দাঁড়াবেন ভারতীয় মহিলা টেনিসের আইকন। বুধবারের হাড্ডাহাড্ডি ম্যাচে জিতে শেষবারের মতো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছলেন সানিয়া।

ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে উঠেছিলেন সানিয়া-বোপান্না জুটি। বুধবারের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ছিলেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই জুটি। ব্রিটেনের নিল স্কুপস্কি ও আমেরিকার ডেসিরে ক্রাউজিকের বিরুদ্ধে খানিকটা আন্ডারডগ হিসাবেই শুরু করেছিলেন অবাছাই সানিয়া-বোপান্না জুটি। প্রথম সেটের শুরুতে একটি করে পয়েন্ট জিতে একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে দুই জুটিই। মরিয়া লড়াইয়ের পর প্রথম সেট টাইব্রেকারে পৌঁছয়। ৭ পয়েন্ট পেয়ে প্রথম সেট দখল করে ভারতীয় জুটি। ৭ (৭)-৬ (৫) ফলে শেষ হয় প্রথম সেট।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের আগে নজর কাড়ছেন ভারতীয়রা, ICC ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সিরাজ]

তবে দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করে তিন নম্বর বাছাই জুটি। টানা বেশ কয়েকটি পয়েন্ট জিতে সানিয়াদের চাপে ফেলে দেন তাঁরা। তবে ঘুরে দাঁড়ায় অভিজ্ঞ ভারতীয় জুটি। অল্প সময়ের মধ্যেই পয়েন্ট জিতে ব্যবধান কমিয়ে ফেলেন তাঁরা। এই সেটও টাইব্রেকারে গড়ায়। কিন্তু লড়াই শেষে হার মানতে হয় সানিয়াদের। ৭ (৭)-৬(৫) ফলে এই সেট শেষ হয়। এবার অস্ট্রেলীয় ওপেনের (Australian Open) নিয়মে সুপার টাইব্রেক শুরু হয়।

এই টাইব্রেকের নিয়ম অনুযায়ী, কোনও সেট যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে সেই সেটের ভাগ্য নির্ধারণ করতে সুপার টাইব্রেক শুরু হবে। যে খেলোয়াড় আগে ১০ পয়েন্ট পাবেন, তাঁর দখলেই যাবে সেট। তবে প্রতিপক্ষের থেকে পয়েন্টের ব্যবধান দুইয়ের বেশি হতে হবে। এই নিয়মের বলেই দ্বিতীয় সেট হেরেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পান সানিয়ারা। প্রথমে ১০ পয়েন্ট জিতে নেন তাঁরা। প্রতিপক্ষকে মাত্র ৬ পয়েন্টেই আটকে দেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ হাসি হাসেন সানিয়ারা। আগামী শনিবার শেষবারের মতো পেশাদার টেনিস কোর্টে নামবেন তিনি।

[আরও পড়ুন: অনুপ্রেরণা কে, শচীন নাকি কোহলি? সোজাসাপটা উত্তর দিলেন গিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement