Advertisement
Advertisement
Saina Nehwal

আর্থারাইটিসের যন্ত্রণায় কাবু সাইনা, অবসরের ভাবনা ব্যাডমিন্টন তারকার

এই বছরের শেষেই কি অবসর?

Saina Nehwal is battling with arthritis and planning to retire from Badminton

সাইনা নেহওয়াল।

Published by: Krishanu Mazumder
  • Posted:September 2, 2024 7:22 pm
  • Updated:September 2, 2024 7:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতের ব্যথায় কাবু ভারতের তারকা শাটলার সাইনা নেহওয়াল (Saina Nehwal)। আর এই চোটের জন্যই অবসরের কথা চিন্তাভাবনা করছেন লন্ডন অলিম্পিকের পদকজয়ী তারকা।
তাঁর হাঁটুর অবস্থা ভালো নয়। ব্যথা-যন্ত্রণায় কাবু সাইনা ভালো করে অনুশীলন পর্যন্ত করতে পারছেন না। তিনি নিজের অবস্থা ভালো করে খতিয়ে দেখবেন আর কয়েকদিন। তার পরে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। ২০১২ সালে অনুষ্ঠিত লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সাইনা। 

[আরও পড়ুন: মোহনবাগানে ফিরছেন ‘ঘরের ছেলে’! প্রীতমের প্রত্যাবর্তন নিয়ে তুঙ্গে জল্পনা]

Advertisement

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”হাঁটুর অবস্থা ভালো নয়। বাত হয়েছে আমার। আমার কার্টিলেজের অবস্থাও ভালো নয়। ৮-৯ ঘণ্টা অনুশীলন করে যাওয়া এই অবস্থায় সম্ভব নয়। এই অবস্থায় বিশ্বের সেরা খেলোয়াড়দের কীভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব? সত্যিটা একসময়ে মেনে নেওয়াই উচিত। ২ ঘণ্টার অনুশীলন করে বিশ্বের সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে নেমে ফলাফল পাওয়া যায় না।”
গত বছরের সিঙ্গাপুর ওপেনের পরে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে আর নামেননি সাইনা। সব দিক বিচার বিবেচনা করে বছরের শেষে হয়তো ব্যাডমিন্টন থেকে ছুটিও নিয়ে নিতে পারেন। এমন ইঙ্গিত দিয়ে রাখলেন সাইনা। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”অবসরের কথাই ভাবনাচিন্তা করছি। ক্রীড়া ব্যক্তিত্বের কেরিয়ার স্বল্পস্থায়ী হয়। ৯ বছর বয়সে শুরু করেছিলাম। আগামী বছর আমার ৩৫ বছর হবে। আমি যা করেছি, তার জন্য খুশি। এই বছরের শেষের দিকে আমি নিজের অবস্থা খতিয়ে দেখব।”

[আরও পড়ুন:প্যারিসে ফের ভারতের জয়জয়কার, প্যারালিম্পিক ব্যাডমিন্টনে সোনা জয় নীতেশে]

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement