সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2024) সেমিফাইনালে থেমে গেল ভারতের রোহন বোপান্নার দৌড়। মিক্সড ডাবলসের শেষ চারে রোহন বোপান্না ও ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদি হার মানেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়ং ও টেলর টাউনসেন্ডের কাছে। মার্কিন জুটি ৬-৩,৬-৪-এ ম্যাচ জিতে নেয়।
কোয়ার্টার ফাইনালে বোপান্না-সুতজিয়াদি ঘাম ঝরিয়ে জেতেন এবডেন এবং চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভার বিরুদ্ধে। দেড় ঘণ্টার বেশি সময় ধরে ম্যাচ চলে।
[আরও পড়ুন: হাইজাম্প-জ্যাভলিনে জোড়া পদক ভারতের ঝুলিতে, টোকিওকে ছাপিয়ে নয়া ইতিহাস প্যারিস প্যারালিম্পিকে]
৪৪ বছর বয়সি বোপান্না যুক্তরাষ্ট্র ওপেনের পুরুষদের ডাবলসে তৃতীয় রাউন্ডে হেরে যান। বোপান্না ও ম্যাথু এবেডন জুটি হার মানেন আর্জেন্টিনার ম্যাক্সিমো গঞ্জালেজ ও আন্দ্রেজ মোলতেনির কাছে।
যুক্তরাষ্ট্র ওপেনে একে একে শেষ হয়ে যাচ্ছে ভারতের প্রতিনিধিত্ব। পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকে আগেই ছিটকে গিয়েছেন সুমিত নাগাল। য়ুকি ভাম্বরি ও এন শ্রীরামও বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে।
এদিকে পুরুষদের সিঙ্গলসে শেষ চারে পৌঁছলেন মার্কিন খেলোয়াড় ফ্রান্সিস টিয়াফো। চোটের জন্য পুরো ম্যাচ খেলেননি বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। উইম্বলডনেও চোটের কারণে চতুর্থ রাউন্ড থেকে সরে যেতে হয় দিমিত্রভকে।
[আরও পড়ুন: ১০ সেকেন্ডের গোলে বিজয়নের জাতীয় রেকর্ড ভাঙলেন নরহরি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.