Advertisement
Advertisement
Roger Federer

আগামী বছরেই কি অবসর নেবেন?‌ জল্পনা উসকে দিলেন ফেডেরার নিজেই

কী বলেছেন ৩৯ বছর বয়সি টেনিস তারকা?‌

Roger Federer hints at retirement, reveals Australian Open 2021 plans at Switzerland sports awards | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:December 14, 2020 6:56 pm
  • Updated:December 14, 2020 6:56 pm  

‌সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসর নিচ্ছেন টেনিস দুনিয়ার সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম রজার ফেডেরার (Roger Federer)?‌ তাহলে কি আর ‘‌রাজা রজার’কে আর টেনিস (Tennis) কোর্টে দেখা যাবে না?‌ গত ৭০ বছরে সুইৎজারল্যান্ডের (Switzerland) সেরা অ্যাথলিট হওয়ার পুরস্কার নেওয়ার দিনই নিজের অবসর নিয়ে জল্পনা তৈরি করলেন ৩৯ বছর বয়সি তারকা। পুরস্কার নেওয়ার সময় তাঁর বক্তব্যের একটি কথাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

২০২০ সালটা টেনিস কোর্টে মোটেই ভাল যায়নি ফেডেরারের। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু সেমিফাইনালে হেরে যান নোভাক জকোভিচের কাছে। এরপরই হাঁটুতে চোট পান। চোট এতটাই গুরুতর ছিল, যে বেশ বড়সড় অস্ত্রোপচার করতে হয় রজারের। এরপর থেকেই তিনি খেলার বাইরে। করোনার কারণে উইম্বলডন বাতিল হয়ে যায়। এরপর ফরাসি ওপেন (French Open) এবং US ওপেনেও মাঠে নামেননি ফেডেরার। কারণ, এখনও তাঁর চোট পুরোপুরি সারেনি। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে নামা নিয়েও সন্দিহান তিনি।

Advertisement

[আরও পড়ুন: ফের পাক ক্রিকেটারদের কটাক্ষ দানিশ কানেরিয়ার, এবার তুলনা টানলেন ভারতীয়দের সঙ্গে]‌

অনুষ্ঠান মঞ্চে এ কথা বলতে গিয়েই নিজের অবসর নিয়ে জল্পনা উসকে দিলেন সুইস তারকা। পুরস্কার নেওয়ার নিজের বক্তব্যে তিনি অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে বলেন, ‘‌‘‌আমি মঞ্চে রয়েছি। কিন্তু আমরা সবাই জয়ী হয়েছি। আমরা সবসময় একে–অপরকে অনুপ্রাণিত করি।’‌’ এরপরই বলেন, ‘‌‘‌এখানে আসতে পেরে এবং এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে খুবই আনন্দ হচ্ছে। আশা করি, আগামী বছর আমার থেকে অনেক কিছু দেখতে পাবেন আপনারা। কিন্তু এটাই যদি শেষ হয়, তাহলে এই শেষটা দুর্দান্ত হল।’‌’‌

আর তাঁর এই বক্তব্যের পরই রীতিমতো গুঞ্জন শুরু হয়ে যায়। তাহলে কি ২০টি গ্র্যান্ড স্লামের মালিক এবার টেনিসকে পুরোপুরি অবসর জানাবেন?‌ ফেডেরার ভক্তদের মনে এমনই প্রশ্ন উঁকি মারতে থাকে। তবে অনেকে আবার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।‌

[আরও পড়ুন: চিকিৎসকের পর মারাদোনার মৃত্যুতে এবার কাঠগড়ায় মনোবিদ কোসাচভ, শুরু তদন্ত]‌

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement