Advertisement
Advertisement
RG Kar Doctor Death

‘বাবা হিসেবে আমি যন্ত্রণাবিদ্ধ’, আর জি কর কাণ্ডে মুখ খুললেন এবার ঋদ্ধিও

কী লিখলেন ঋদ্ধিমান? দেখে নিন তাঁর সোশাল মিডিয়া পোস্ট।

RG Kar Doctor Death: Wriddhiman Saha is painful in the doctor's murder incident

ঋদ্ধিমান সাহা।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 17, 2024 12:20 pm
  • Updated:August 17, 2024 5:04 pm

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: আরজিকরে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-হত্যাকাণ্ডের (RG Kar Doctor Death) রেশ আছড়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। ফুটছে শহর কলকাতা। আরজি কর কাণ্ডে রাত জেগেছে তিলোত্তমা। ক্রিকেটাররা সরব হচ্ছেন। জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের মতো ক্রিকেট-ব্যক্তিত্ব মুখ খুলেছেন।
এবার ঋদ্ধিমান সাহাও (Wriddhiman Saha) সরব হলেন আরজিকর কাণ্ডে। একজন কন্যার পিতা হিসেবে তিনি যে ব্যথিত, যন্ত্রণাকাতর তা বললেন সোশাল মিডিয়ায়। একই সঙ্গে তিনি যে চিন্তিত সে কথাও ফুটে উঠল তাঁর সোশাল মিডিয়া বার্তায়।

[আরও পড়ুন: বাংলাদেশের অবস্থায় চিন্তিত আইসিসি, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে আমিরশাহীতে!]

ঋদ্ধিমান লিখলেন, ”আমার শহর কলকাতায় হওয়া ঘৃণ্য ঘটনায় আমার হৃদয় ভেঙেচুরে গিয়েছে। বাবা হিসেবে আমি যন্ত্রণাবিদ্ধ, সেই সঙ্গে ক্ষুব্ধও। আমাদের বাচ্চাদেরই সুরক্ষা দিতে পারি না, তাহলে আমরা নিজেদের কীভাবে মানুষ বলে আখ্যায়িত করতে পারি? এই সমাজের এখন জেগে ওঠা উচিত। বিশ্বে আরও ভালো জায়গা দরকার মহিলাদের। মেয়েদের নিরাপত্তার অধিকার রয়েছে। ভয়-ভীতি ব্যতিরেকে সহজ-সাবলীল ভাবে যাতে মেয়েরা ঘুরে বেড়াতে পারে, সেদিকে নজর দিতে হবে।”

Advertisement

এমন প্রেক্ষিতে ঋদ্ধিমান সাহা কিন্তু আরও কড়া হওয়ার কথা বলেছেন সোশাল মিডিয়ায়। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বলেছেন প্রশাসনকে। ঋদ্ধি লিখেছেন, ”আমাদের এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে এমন ঘৃণ্য কাজ করতে ভয় পায় অপরাধীরা। এই রাক্ষসদের শায়েস্তা করার জন্য আইনে পরিবর্তন করা হোক। আমি একজন ক্রিকেটার হিসেবে বা পাবলিক ফিগার হিসেবে লিখছি না, একজন বাবা, মানুষ হিসেবে লিখছি।”
ঋদ্ধি এমন এক পৃথিবী তৈরির পক্ষে সওয়াল করেছেন, যেখানে আমাদের বাচ্চারা ভয়ডরহীন ভাবে বেড়ে উঠতে পারে।

[আরও পড়ুন: আজ কলকাতা লিগে লাল-হলুদের প্রতিপক্ষ কালীঘাট, শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement