Advertisement
Advertisement

Breaking News

Ranadhir Singh

এশীয় অলিম্পিক কাউন্সিলে প্রথম ভারতীয় সভাপতি, নয়া নজির রণধীর সিংয়ের

আগামী চার বছর দায়িত্ব সামলাবেন তিনি।

Ranadhir Singh elected as the first Indian President of the Olympic Council of Asia

রণধীর সিং। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:September 8, 2024 2:53 pm
  • Updated:September 8, 2024 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিক পর্ব শেষ। তার পর প্যারালিম্পিকে ঐতিহাসিক সাফল্য পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। সেই সঙ্গে সুসংবাদ ভারতীয় ক্রীড়াভক্তদের জন্য। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াতে সভাপতি হলেন ভারতের রণধীর সিং। এই প্রথম কোনও ভারতীয় আনুষ্ঠানিকভাবে বসলেন ওসিএ-র সভাপতি পদে।

এদিন দিল্লিতে অনুষ্ঠিত ওসিএ-র ৪৪তম জেনারেল অ্যাসেম্বলিতে সভাপতি নির্বাচিত হলেন রণধীর সিং। প্রাক্তন অলিম্পিক শুটার ছিলেন এই পদের জন্য একমাত্র মনোনীত ব্যক্তি। ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত তাঁর মেয়াদ থাকবে। তবে ২০২১ সাল থেকে ওসিএ-র কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: প্যারিসে ‘চক দে ইন্ডিয়া’, প্যারালিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স ভারতের]

তার আগে কুয়েতের শেখ আহমেদ আল ফাহাদ দায়িত্বে ছিলেন। কিন্তু তাঁকে ১৫ বছরের জন্য সব ধরনের ক্রীড়া প্রশাসন থেকে নির্বাসিত করা হয়েছে। এদিন ভারতের ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও এশিয়ার ৪৫টি দেশের ক্রীড়া প্রশাসনের নেতাদের উপস্থিতিতে সভাপতি নির্বাচিত হন রণধীর।

[আরও পড়ুন: দ্রাবিড়ের জন্য ব্ল্যাঙ্ক চেক রেখেছিল অন্য ফ্রাঞ্চাইজি! তবু রাজস্থানেই ফিরেছেন বিশ্বকাপজয়ী কোচ]

৭৭ বছর বয়সি রণধীর দেশের খেলাধুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। ভারত ও এশিয়ার বিভিন্ন ক্রীড়া সংস্থায় বিভিন্ন সময়ে শীর্ষস্থানীয় পদে ছিলেন। ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ছিলেন। তার পর থেকে সাম্মানিক পদেও আছেন তিনি। পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা রণধীর সিংয়ের পরিবারের খেলাধুলোর দীর্ঘ ইতিহাস রয়েছে। তাঁর কাকা মহারাজা যাদবিন্দ্র সিং ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন। তিনিও আইওসি-র সদস্য ছিলেন। রণধীরের বাবা ভোলিন্দ্র সিংও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ১৯৪৭ থেকে ১৯৪৭ পর্যন্ত আইওসি-র সদস্য ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement