Advertisement
Advertisement
R Praggnanandhaa

প্রথমবার ক্লাসিক্যাল দাবায় কার্লসেনের বিরুদ্ধে জয়, নয়া উচ্চতায় প্রজ্ঞানন্দ

ওই প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে শীর্ষস্থানে রয়েছেন প্রজ্ঞানন্দের বোন বৈশালীও।

R Praggnanandhaa clinches first cassical Chess win over world no.1 Magnus Carlsen
Published by: Subhajit Mandal
  • Posted:May 30, 2024 9:50 am
  • Updated:May 30, 2024 9:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব দাবায় আরও ছড়াচ্ছে রমেশবাবু প্রজ্ঞানন্দের দ্যুতি। এবার দাবার অন্যতম কঠিন ফরম্যাট ক্লাসিক্যাল দাবায় কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন তিনি। এই প্রথমবার ক্লাসিক্যাল চেজে কার্লসেনের বিরুদ্ধে জয় প্রজ্ঞানন্দর।

নরওয়ে দাবা প্রতিযোগিতায় (Norway Chess Tournament) ভারতের এই বিস্ময় প্রতিভা কার্লসেনকে হারিয়ে ওই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে শীর্ষস্থানে রয়েছেন। তাঁর সংগ্রহ ৫.৫ পয়েন্ট। অন্যদিকে কার্লসেন নেমে গিয়েছেন পঞ্চম স্থানে। এর আগে র‍্যাপিড বা এক্সিবিশন রাউন্ডে কার্লসেনকে একাধিকবার হারিয়েছেন কার্লসেন। কিন্তু ক্লাসিক্যাল চেজে এই প্রথম এত বড় জয়।

[আরও পড়ুন: মাঝ আকাশে বিমান, সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়তে শুরু করলেন যাত্রী! তার পর?]

ক্লাসিক্যাল চেজ দাবার অন্যতম কঠিন ফরম্যাট। এই প্রতিযোগিতায় প্রতিটি চালের আগে প্রতিযোগীদের ভাবার জন্য বিস্তর সময় দেওয়া হয়। প্রতিটি চালের জন্য এক ঘণ্টারও বেশি সময় পান প্রতিযোগীরা। স্বাভাবিকভাবেই অভিজ্ঞ খেলোয়াড়রা এক্ষেত্রে অ্যাডভান্টেজ পান। প্রজ্ঞানন্দ যে তরুণ বয়সেই বিশ্বদাবায় একেবারে উপরের সারিতে উঠে এসেছেন এই জয় তার প্রমাণ।

[আরও পড়ুন: ‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং এমন বাক্য?]ucco

উল্লেখ্য প্রজ্ঞানন্দ ছাড়াও নরওয়ে চেজ টুর্নামেন্টে ভারত থেকে তাঁর বোন বৈশালী ও কোনেরু হাম্পি অংশগ্রহণ করছেন। এই প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে শীর্ষস্থানে রয়েছেন প্রজ্ঞানন্দের বোন বৈশালীও। তাঁরও সংগ্রহ ৫.৫ পয়েন্ট।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement