Advertisement
Advertisement

ইতিহাস গড়ে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে সোনা জয় সিন্ধুর

সোনার মেয়ে সিন্ধুকে কুর্নিশ।

PV Sindhu wins BWF World Tour Finals

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 16, 2018 12:24 pm
  • Updated:December 16, 2018 12:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সব ভাল যার শেষ ভাল। পি ভি সিন্ধুর ক্ষেত্রে রবিবার ঠিক তেমনটাই হল। দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়নের তকমা গায়ে চাপিয়েই বছরটা শেষ করলেন তিনি। এদিন চিনের গুয়ানঝাউয়ে জাপানি তারকাকে হারিয়ে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে ইতিহাস গড়লেন হায়দরাবাদি শাটলার।

[টেস্টে ২৫ তম সেঞ্চুরি বিরাটের, দেখুন অধিনায়কের অভিনব সেলিব্রেশন]

গোটা টুর্নামেন্টে ছিলেন অপরাজিত। শনিবার থাই প্রতিপক্ষ ইন্টাননকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন সিন্ধু। গতবারও এই টুর্নামেন্টে ফাইনালের টিকিট পাকা করেছিলেন তিনি। কিন্তু তীরে এসে ডুবেছিল তরী। তবে এবার আর কোনও ভুল করেননি অলিম্পিকে রুপোজয়ী ব্যাডমিন্টন তারকা।

একদিকে অস্ট্রেলিয়ার মাটিতে যখন বিরাট কোহলির আগুনে ব্যাটিংয়ে ঘাম জমেছে অজি বোলারদের কপালে, অন্যদিকে তখন চিনে নজির গড়লেন আরেক ভারতীয়। এদিন মহিলা সিঙ্গলসের ফাইনালে সিন্ধু মুখোমুখি হয়েছিলেন জাপানের নজোমি ওকুহারার। ২১-১৯, ২১-১৭ স্ট্রেট গেমে তাঁকে পরাস্ত করে প্রথমবার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে সোনা ঘরে তুললেন সিন্ধু। ঘণ্টা খানেকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রতিপক্ষকে মাটি ধরান বিশ্বের ছয় নম্বর শাটলার। প্রথম গেম থেকেই ওকুহারাকে চাপে রেখেছিলেন সিন্ধু। ৭-৩-এ সিন্ধু এগিয়ে যাওয়ার পর দুর্দান্ত খেলে ১৬-১৬ করে সমতায় ফেরেন ওকুহারা। সেখান থেকে জাপানি তারকাকে টপকে গিয়ে প্রথম গেম জেতেন সিন্ধু। দ্বিতীয় গেম ৭-৭ হওয়ার পর প্রতিপক্ষকে আর ঘুরে দাঁড়াতে দেননি ভারতীয় তারকা।

[ডার্বির আগে কড়া হুঁশিয়ারির মুখে ইস্টবেঙ্গল, চিন্তায় ক্লাবকর্তারা]

বছর শেষে এমন জয়ে উচ্ছ্বসিত সিন্ধু। বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মতো মঞ্চে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। অনেকদিন পর ফাইনালে পৌঁছে ট্রফি খরা কাটল তাঁর। সোশ্যাল মিডিয়ায় আপাতত শুভেচ্ছার বন্যায় ভাসছেন সিন্ধু।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement