Advertisement
Advertisement

Breaking News

PV Sindhu

জাপানি প্রতিপক্ষকে হেলায় হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পিভি সিন্ধু

কমনওয়েল্থ গেমসের আগে সেরা ফর্মে সিন্ধু।

PV Sindhu storms into Singapore Open final | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 16, 2022 1:08 pm
  • Updated:July 16, 2022 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কোর্টে দুরন্ত ছন্দে ধরা দিলেন পিভি সিন্ধু। জাপানি প্রতিপক্ষকে হেলায় হারিয়ে সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2022) ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার।

শনিবার মহিলা সিঙ্গলসের শেষ চারের লড়াইয়ে অবাছাই প্রতিপক্ষ সিনা কাওয়াকিমার মুখোমুখি হয়েছিলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। যেখানে কার্যত একপেশে লড়াইয়ে সিনাকে হারালেন তিনি। মাত্র ৩১ মিনিটে ২১-১৫, ২১-৭ ব্যবধানে ম্যাচ জিতে নেন অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় শাটলার। প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেননি তিনি।

Advertisement

[আরও পড়ুন: স্বেচ্ছায় সহবাস, সম্পর্ক তিক্ত হলেই ধর্ষণের অভিযোগ নয়, রায় সুপ্রিম কোর্টের]

ধারে ও ভারে অনেকটা এগিয়ে থেকে এদিন ফেভারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন সিন্ধু (PV Sindhu)। তবে আগের ম্যাচে ষষ্ঠ বাছাই থাইল্যান্ডের পর্নপাওয়িকে স্ট্রেট গেমে হারানোয় সেমিফাইনালে নামার আগে বেশ আত্মবিশ্বাসীই দেখাচ্ছিল সিনাকে। কিন্তু সিন্ধুর খেলার ভ্যারিয়েশনের সামনে টিকতেই পারলেন না তিনি। এই নিয়ে টানা তৃতীয়বার সিনার বিরুদ্ধে ম্যাচ জিতলেন সিন্ধু।

ইতিমধ্যেই এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন দেশের প্রাক্তন একনম্বর সাইনা নেহওয়াল। জাপানি তারকা আয়া ওহোরির কাছে ১৩-২১, ২১-১৫, ২০-২২ গেমে হারেন অলিম্পিকে পদকজয়ী ভারতীয়। অন্যদিকে তিন গেমে এইচ এস প্রণয়কে হারান কোদাই নারাওকা। তবে চিনের হ্যান উইকে হাড্ডাহাড্ডি ম্যাচে হারিয়ে শেষ চারের টিকিট পাকা করেছিলেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই সিন্ধু। তাই সেমিফাইনাল জিতে ভারতবাসীকে এখন স্বপ্ন দেখাচ্ছেন তিনিই। চলতি মাসে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। তার আগে সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হওয়াকেই পাখির চোখ করেছেন দুর্দান্ত ফর্মে থাকা সিন্ধু। ফাইনালে এশিয়ান চ্যাম্পিয়ন ওয়াং ঝি উইর মুখোমুখি হবেন তিনি।

[আরও পড়ুন: গুজরাট দাঙ্গার পর মোদি সরকার ফেলতে ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন তিস্তা! দাবি তদন্তকারীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement