Advertisement
Advertisement
PV Sindhu

এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত ভারতের মহিলা দলের, ইতিহাস গড়লেন সিন্ধুরা

গতবছরের অক্টোবরের পরে এই প্রথমবার কোনও টুর্নামেন্টে নামলেন পিভি সিন্ধু।

PV Sindhu led from the front as India women beat Hong Kong and assured medal in Asia Team Championship । Sangbad Pratidin

পিভি সিন্ধু।

Published by: Krishanu Mazumder
  • Posted:February 16, 2024 1:42 pm
  • Updated:February 16, 2024 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিভি সিন্ধু এলেন, দেখলেন এবং জয় করে নিলেন। মালয়েশিয়ায় হচ্ছে ব্যাডমিন্টনের এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ। সেখানে স্বপ্নের দৌড় চলছে ভারতের মহিলা ব্যাডমিন্টন দলের। চিনকে হারিয়ে গ্রুপ পর্বে সেরা হয়েছিল ভারতীয় দল। কোয়ার্টার ফাইনালে ভারত ৩-০-এ হংকংকে হারিয়েছে। আর এর ফলে ভারতের মহিলা ব্যাডমিন্টন দল প্রথমবার পদক জয় নিশ্চিত করল।
পিভি সিন্ধু (PV Sindhu) কোর্টে নেমে সামনে থেকে নেতৃত্ব দিলেন। চিনকে হারানোর পিছনে মুখ্য ভূমিকা গ্রহণ করেন তিনি। শুক্রবার হংকংয়ের লো সিন ইয়ানকে হারাতে ৫২ মিনিট সময় নেন পিভি সিন্ধু। কিন্তু তাঁর উপস্থিতি দলে অক্সিজেন সরবরাহ করে। সিন্ধুর উপস্থিতিতে ভারতীয় দল ব্যাডমিন্টন কোর্টে আগুন ঝরাচ্ছে। 

 

Advertisement

[আরও পড়ুন: অশ্বিনের মহাভুলে ‘জরিমানা’ ভারতের, ব্যাট করতে নামার আগেই পাঁচ রান পেয়ে গেল ইংল্যান্ড]

অন্যদিকে তানিশা ক্রাস্টো ও অশ্বিনী পোনাপ্পা ডাবলস জিতে ভারতের লিড ২-০ করেন। কোয়ার্টার ফাইনালের বাকি দুটি ম্যাচ খেলার আর দরকার পড়েনি কারণ অস্মিতা চালিহা মাত্র ৩৭ মিনিটেই হারান সাম ই ইয়ংকে।
সেমিফাইনালে আরও একবার চিনের মুখোমুখি হতে পারে ভারত।
উল্লেখ্য, গতবছরের অক্টোবরের পরে এই প্রথমবার প্রতিযোগিতামূলক কোনও প্রতিযোগিতায় নামলেন পিভি সিন্ধু। নেমেই বিশ্বের আট নম্বর চিনের খেলোয়াড় হ্যান ইয়ুইকে হারান ভারতের তারকা খেলোয়াড়। 

[আরও পড়ুন:জয় শাহ-রাহুল দ্রাবিড়ের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ, ফের রনজি ট্রফি খেললেন না অবাধ্য ঈশান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement