সিন্ধুর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ছবি: X হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিভি সিন্ধুর (PV Sindhu) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। এবার অল ইংল্যান্ড ওপেন (All England Open) থেকেও ছিটকে গেলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী শাটলার। হাতে সময় কম। কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024)। এর আগে পিভি সিন্ধুর হার যে ভারতীয় ব্যাডমিন্টনের (Indian Badminton) জন্য যে বড় ধাক্কা সেটা আর বলার অপেক্ষা রাখে না।
বার্মিংহামে মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর আন সে ইয়ংয়ের (An Se Young) কাছে মাত্র ৪২ মিনিটের লড়াইয়ে ১৯-২১, ১১-২১ ব্যবধানে হেরে যান দু’বারের অলিম্পিক পদকজয়ী। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আন সে ইয়ং দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে সিন্ধুর চ্যালেঞ্জের মুখোমুখি হলেও নিজেকে তুলে ধরার চেষ্টা করেন।
তবে শেষরক্ষা হয়নি। আনের কাছে এটি সিন্ধুর সপ্তম পরাজয়। প্রথম গেমে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে বেশ ছন্দে ছিলেন সিন্ধু। তবে আন সে ইয়ংয়ের দৃঢ় রক্ষণের সঙ্গে মানিয়ে নিতে পারেননি ভারতীয় শাটার। গেমের মাঝ বিরতিতে সিন্ধু ১১-৮ ব্যবধানে পিছিয়ে পড়েন। এর পর সিন্ধু প্রথম গেমের দ্বিতীয়ার্ধে আক্রমণ করার চেষ্টা চালিয়ে নিজেকে শুধরে নিলেও খেলা শেষ হয় সিন্ধুর বিপক্ষে ১৯-২০ স্কোরে। টুর্নামেন্টের দীর্ঘ ইতিহাসে অল ইংল্যান্ড ওপেনে মাত্র দু’জন প্রকাশ পাড়ুকোন এবং পুল্লেলা গোপীচাঁদ সাফল্য পান।
গত সপ্তাহে প্যারিস ওপেনে সে ভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি ভারতের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন টোকিও অলিম্পিকে সোনা জয়ী চেন ইয়ু ফে-এর কাছে হেরে। পায়ের চোট সারিয়ে ফেরার পরে সিন্ধু ছন্দে ফেরার চেষ্টা করলেও এখনও পর্যন্ত সে ভাবে সাফল্য পেলেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.