সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসে এতকাল অধরা ছিল সোনা। কিন্তু এবার যেন পিভি সিন্ধু প্রতিজ্ঞা করেই ফেলেছিলেন বার্মিংহ্যামে সোনালি ইতিহাস রচনা করবেনই। ব্রিটিশ ভূমেই স্মরণীয় করে রাখবেন ভারতের স্বাধীনতার ৭৫ তম বছরটি। সোমবার মহিলা সিঙ্গলসের চূড়ান্ত লড়াইয়ে কানাডার প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে নিজের এবং দেশবাসীর সেই স্বপ্নই পূরণ করলেন সিন্ধু। কমনওয়েলথে প্রথমবার সোনা জয়ের স্বাদ পেলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা। এদিকে লক্ষ্যভেদ করে সোনালি ইতিহাস রচনা করলেন লক্ষ্য সেনও।
চলতি কমনওয়েলথে (CWG 2022) অপ্রতিরোধ্য তিনি। সিঙ্গলস তো বটেই, মিক্সড ডাবলসে যখন সতীর্থরা মুখ থুবড়ে পড়েছিলেন, তখনও তিনি ম্যাচ বের করে নেন স্ট্রেট গেমেই। সিঙ্গলসের ফাইনালেও তার ব্যতিক্রম হল না। দু’বারের অলিম্পিকে পদক জয়ী সিন্ধু মুখোমুখি হয়েছিলেন কানাডার মিশেল লির। যেখানে প্রথম থেকেই দাপটের সঙ্গে পারফর্ম করেন ভারতীয় শাটলার। তবে সিন্ধু দু-একটা ভুলে পয়েন্ট পেয়ে যান লিও। কিন্তু সে প্রভাব খেলার ফলের উপর পড়েনি। স্ট্রেট গেমেই ফাইনাল পকেটে পোরেন তিনি।
P.V Sindhu wins GOLD medal 😍
👉 Sindhu beat WR 13 Michelle Li 21-15, 21-13 in Final.
👉 Its 1st CWG Gold medal for Sindhu (Earlier Silver in 2014 & Bronze in 2018).
👉 Its 19th Gold for India & 56th overall medal in this edition. #CWG2022 #CWGwithIAS pic.twitter.com/b5aaIRRD2g— India_AllSports (@India_AllSports) August 8, 2022
সিন্ধুর (PV Sindhu) পক্ষে ম্যাচের ফল ২১-১৫, ২১-১৩। এর আগে ২০১৪ এবং ২০১৮ কমনওয়েলথে যথাক্রমে ব্রোঞ্জ ও রুপো পেয়েই সন্তুষ্ট হতে হয়েছিল তাঁকে। এবার সোনায় বদলে ফেললেন নিজের পদক। শুভেচ্ছা জানিয়ে সিন্ধুকে ‘চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন’ বলে প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিনই পুরুষ সিঙ্গলসে হাড্ডাহাড্ডি লড়াই করে সোনালি ইতিহাস গড়লেন লক্ষ্য সেনও। পিছিয়ে পড়েও বাজিমাত করেন তিনি। মালয়েশিয়ার এনজি ইয়ংকে ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে হারিয়ে সোনা জিতলেন তিনি। তাঁর সোনা জয়ের সঙ্গেই ভারতের সোনর সংখ্যা বেড়ে হল ২০।
LAKSHYA’S GOLDEN TRIUMPH!!
Shuttler @lakshya_sen wins gold after defeating Malaysia’s Tze Yong (2-1) in the Badminton Men’s Singles event at the #CommonwealthGames2022.
A compelling match throughout!
Congratulations, Lakshya!! #CWG22 | #CWG2022India @Media_SAI pic.twitter.com/1HIVG5lINv— Dept of Sports MYAS (@IndiaSports) August 8, 2022
এদিকে টেবিল টেনিসেও রচিত হয়েছে নয়া নজির। প্রথমবার কমনওয়েলথের মিক্সড ডাবলসে সোনা জিতল ভারতীয় জুটি। মালয়েশিয়ার তারকাদ্বয়কে ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে পরাস্ত করে সোনা জেতে শরৎ কমল এবং শ্রীজা অকুলা জুটি।
CWG 2022: Indian paddlers Sharath Kamal-Sreeja Akula clinch gold in mixed doubles final
Read @ANI Story |https://t.co/udxeeLU3as#CWG22 #CommonwealthGames2022 #TableTenis pic.twitter.com/aFTnfywAcA
— ANI Digital (@ani_digital) August 7, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.