Advertisement
Advertisement
কিলিমাঞ্জারো

সাতদিনে কিলিমাঞ্জারো জয়, অবাক কীর্তি ৯ বছরের খুদের

অদ্বৈতর পরবর্তী লক্ষ্য মাউন্ট এলব্রুস৷

Pune boy climbs Mount Kilimanjaro in Africa in seven day
Published by: Sayani Sen
  • Posted:August 15, 2019 7:03 pm
  • Updated:August 15, 2019 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ে চড়ার জন্য কত বছর বয়সিরা আদর্শ? এ প্রশ্নের উত্তরে যদি বছরের নিরিখে বয়সের কথা বলেন, তবে আপনি ভুল করছেন৷ কারণ, বয়স যে নম্বর ছাড়া আর কিছুই না তা প্রমাণ করে দিয়েছে অদ্বৈত ভারতী নামে বছর নয়েকের খুদে৷ এই বয়সেই পায়ে হেঁটে কিলিমাঞ্জারো শৃঙ্গ জয় করল পুণের শিশু৷

[আরও পড়ুন: পরিবেশ রক্ষায় নজর মোদির, গান্ধী জয়ন্তীতে সূচনা হবে প্লাস্টিক বিরোধী কমর্সূচির]

অল্পবয়স থেকে মায়ের নেশা ছিল পাহাড়ে চড়ার৷ মায়ের মুখ থেকে পাহাড় সম্পর্কে নানা খুঁটিনাটি খোঁজ পেত পুণের বাসিন্দা বছর নয়েকের খুদে অদ্বৈত ভারতী৷ তারপর ধীরে ধীরে মায়ের মতোই পাহাড়ের প্রতি ভালবাসা তৈরি হয় তার৷ কয়েকমাস আগে মা আর ছেলেতে জুটি বাঁধেন৷ ভাবেন দু’জনে মিলে পাহাড় চূড়ায় উঠবেন৷ সেই মতো শুরু হয় ছেলের প্রশিক্ষণ৷ শরীর ফিট রাখার জন্য খুদে প্রতিদিন ঘণ্টাখানেক সাঁতার কাটে৷ ক্রিকেট অথবা ফুটবলও খেলে সে৷ টেনিস খেলতেও ভালবাসে অদ্বৈত৷

Advertisement

Advait Bhartia

প্রশিক্ষণের পর গত জুলাইতে কিলিমাঞ্জারোর উদ্দেশে বেড়িয়ে পড়েন মা ও ছেলে৷ প্রশিক্ষক সমীর পাত্থমের হাত ধরে পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে যেতে থাকে অদ্বৈত ও তার মা৷ তবে ১০০০ ফুট ওঠার পর থেকে অসুস্থ হয়ে পড়েন অদ্বৈতর মা৷ সেখানেই থেমে যান তিনি৷ খুদে একাই প্রশিক্ষকের হাত ধরে এগিয়ে যেতে থাকে৷ মাত্র সাতদিনের মধ্যে গত ৩১ জুলাই কিলিমাঞ্জারোর শীর্ষে পৌঁছে যায় অদ্বৈত৷

Advait Bhartia

 

[আরও পড়ুন: সেলফির নেশা কাড়ল প্রাণ, জলের তোড়ে মৃত্যু মা-মেয়ের]

অদ্বৈত বলে, ‘‘পায়ে হেঁটে পাহাড়ে ওঠা খুব কষ্টকর৷ তবে মজা পেয়েছি৷ আমি আরও আগে পৌঁছে যেতে পারতাম কিলিমাঞ্জারোর শীর্ষে৷ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব বলে বারবার থেমে গিয়েছে৷ দেখছিলাম চতুর্দিক৷ এভারেস্ট বেসক্যাম্পে পৌঁছানোর পর আমরা কাঠের বাড়িতে ছিলাম৷ কিলিমাঞ্জারো শীর্ষ ছোঁয়ার পর আমরা তাঁবু খাটিয়ে বিশ্রাম নিয়েছি৷ বরফে ঢাকা ছিল চতুর্দিক৷ খুব ভাল লেগেছে৷’’ আবারও পায়ে হেঁটে শৃঙ্গ জয়ের ইচ্ছা রয়েছে তার৷ এবার অদ্বৈতর লক্ষ্য ইউরোপের মাউন্ট এলব্রুস৷ যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আবারও প্রস্তুতি শুরু করতে চাইছে খুদে৷ পরিজনেরাও অপেক্ষায় রয়েছে তার৷

Advait Bhartia

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement