Advertisement
Advertisement

Breaking News

Pranati Nayak

বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিকের দিকে এগোলেন প্রণতি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্বমঞ্চে প্রণতির দাপট।

Pranati Nayak wins vault bronze medel in FIG apparatus World Cup 2024 World Cup, CM Mamata Banerjee congratulate her। Sangbad Pratidin

বিশ্বকাপে ব্রোঞ্জ। পোডিয়ামে বাকি প্রতিপক্ষের সঙ্গে প্রণতি। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 18, 2024 12:10 pm
  • Updated:February 18, 2024 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কায়রোতে অনুষ্ঠিত জিমন‌্যাস্টিক্স বিশ্বকাপের (FIG apparatus World Cup 2024 World Cup) ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের (India) মহিলা জিমন‌্যাস্ট প্রণতি নায়েক (Pranati Nayak)। পঞ্চমস্থান দীপা কর্মকারের (Dipa Karmakar)। ইভেন্টের ফাইনালে প্রণতির স্কোর করেন ১৩.৬১৬। দীপার স্কোর ১৩.৩৮৩। পদক পাওয়ায় প‌্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে একধাপ এগোলেন প্রণতি।

আর তাই এমন সাফল্যের জন্য প্রণতিকে X হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘বাংলার মেয়ে প্রণতি নায়েককে অনেক অভিনন্দন। কায়রোতে অনুষ্ঠিত জিমন‌্যাস্টিক্স বিশ্বকাপের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য শুভেচ্ছা। বিশ্ব মঞ্চে তোমার আরও উন্নতি দেখতে চাই।’

Advertisement

[আরও পড়ুন: মনোজের শেষ ম্যাচে বিহারকে হেলায় হারিয়ে রনজি অভিযান শেষ করল বাংলা]

 

ভারতীয়দের মধ্যে এর আগে বিশ্বকাপে পদক জয়ের নজির ছিল অরুণা বুদ্দা রেড্ডি (২০১৮) এবং দীপা কর্মকারের (২০১৮)। এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রণতির চেয়ে অনেক এগিয়ে ছিলেন দীপা। ১৩.৪৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন। অন্যদিকে, যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে ছিলেন প্রণতি। তাঁর পয়েন্ট ছিল ১৩.১৬৬। ফাইনালে বাজিমাত করলেন প্রণতি।

বিশ্বকাপ থেকে ছেলে ও মেয়েদের সেরা দুই জিমন্যাস্ট প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন। প্রণতিকে অবশ্য অপেক্ষা করতেই হবে। বিশ্বকাপের আরও তিনটি পর্ব রয়েছে। ২২-২৫ ফেব্রুয়ারি জার্মানি, ৭-১০ মার্চ আজারবাইজান এবং ১৭-২০ এপ্রিল দোহায়। সেখানে এই বঙ্গ তনয়া কেমন পারফর্ম করেন সেটাই দেখার।

[আরও পড়ুন: ট্রফি ক্লাবে রাখার দাবিতে গোয়েঙ্কাকে চিঠি, নিজস্ব অ্যাপ আনছে মোহনবাগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement