Advertisement
Advertisement
Narendra Modi

কবাডি কূটনীতি! ভারতের সঙ্গে পোল্যান্ডের সম্পর্কের মাধ্যম খেলাও, বক্তব্য মোদির

দুদিনের সফরে পোল্যান্ডে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

PM Narendra Modi addresses India and Poland's Kabaddi connection
Published by: Arpan Das
  • Posted:August 22, 2024 2:52 pm
  • Updated:August 22, 2024 2:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের সফরে পোল্যান্ডে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ ৪৫ বছর পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়ল সেদেশে। সেখানে অনাবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন মোদি। তবে তাঁর বক্তব্যে শুধু কূটনৈতিক বিষয়ই উঠে আসেনি। মোদি কথা বলেছেন ভারত ও পোল্যান্ডের কবাডি নিয়ে সম্পর্ক নিয়েও।

পোল্যান্ডে কবাডি জনপ্রিয় খেলা। তারা বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। জানা যায়, ভারতীয় ক্রীড়াবিদ অভিষেক শর্মার হাত ধরে পোল্যান্ডে কবাডির জনপ্রিয়তা শুরু হয়। তিনি সেখানে একটি ক্লাবও প্রতিষ্ঠা করেন। পরে আন্তর্জাতিক কবাডি ফেডারেশনের সদস্য অশোক দাসের সাহায্যে ২০১০-এ ‘কবাডি প্রজেক্ট’ চালু করেন। নিজের সমস্ত অর্থ ব্যয় করে অভিষেক পোল্যান্ডে কুস্তিকে জনপ্রিয় করে তোলেন। ফলে ভারত ও পোল্যান্ডের মধ্যে হাজার-হাজার কিলোমিটার দূরত্ব থাকলেও একটা সংযোগ রয়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ঘোষিত এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের সূচি, ইস্টবেঙ্গলের গ্রুপে কারা?]

সেই বিষয়টিই উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়। এই বছর ভারত-পোল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে রাখা বক্তৃতায় মোদি বলেন, “কবাডির মাধ্যমেও আমাদের একে-অপরের মধ্যে যোগাযোগ রয়েছে। এই খেলাটা ভারত থেকে পোল্যান্ডে এসেছে। আজ তাঁরা একে আরও বড় উচ্চতায় নিয়ে গিয়েছে। পোল্যান্ড প্রথমবার কবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে। আমি তাদের দলকে শুভেচ্ছা জানাই।”

[আরও পড়ুন: ‘দ্রাবিড়, আগরকরের মতো বিশ্বজয়ের কৃতিত্ব জয় শাহরও’, বলছেন রোহিত]

সেই দেশের মিচাল স্পিকজো খেলতে এসেছিলেন ভারতের প্রো কবাডি লিগেও। তিনিই প্রথম ইউরোপিয়ান যিনি পিকেএলে খেলতে এসেছিলেন। ২০১৬-এ কবাডি বিশ্বকাপে পোল্যান্ডের পুরুষদের দল ভারতের আহমেদাবাদে খেলতে এসেছিল। সেবার মহাশক্তিধর ইরানকে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছিল তারা। পরের পর্বে না যেতে পারলেও, কুস্তির দুনিয়ায় তাদের আবির্ভাব জানিয়ে দিয়েছিল পোল্যান্ড।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement