সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে নারীশক্তির জয়জয়কার। যে মাসে বিশ্ব নারীদিবস পালিত হয়, সেই মার্চেই খেলার দুনিয়ায় সাফল্যের শিখর ছুঁয়েছেন ভারতীয় মহিলারা। আর তার জন্যই তাঁদের অভিনন্দন জানালেন মোদি (PM Modi)।
দীর্ঘ ২২ বছরের ক্রিকেট কেরিয়ারে বহু রেকর্ড গড়েছেন মিতালি রাজ। দিন কয়েক আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজির গড়েছিলেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেন ভারতীয় ওয়ানডে দলের অধিনায়িকা। সেই সিরিজেই আবার একমাত্র ভারতীয় মহিলা হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে সাত হাজার রানের মালকিন হয়ে যান তিনি। মিতালির (Mithali Raj) এই সাফল্যকে এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে কুর্নিশ জানান মোদি।
Recently Mithali Raj has become the first Indian woman cricketer to have made ten thousand runs. Many congratulations on her achievement: PM Modi during #MannKiBaat pic.twitter.com/hCNjrwWGWx
— ANI (@ANI) March 28, 2021
এরপরই মোদির মুখে শোনা যায় পিভি সিন্ধুর কথা। বিডব্লিউএফ সুইস ওপেন সুপার ৩০০ টুর্নামেন্টে (BWF Swiss Open Super 300 Tournament) রুপো ঘরে তুলেছিলেন ভারতীয় শাটলার। অলিম্পিক পদকজয়ী তারকাকেও এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানান মোদি। বলেন, “মার্চ মাসে আমরাও সাফল্যের সঙ্গেই নারীদিবস পালন করছি। অনেক মহিলা খেলোয়াড় পদক জিতছেন। নতুন নতুন রেকর্ড গড়ে দেশের মুখ উজ্জ্বল করছেন।”
দিল্লিতে চলতি আইএসএসএফ বিশ্বকাপে (ISSF World Cup) ভারতের দুর্দান্ত পারফরম্যান্সকেও বাহবা জানান তিনি। বলেন, “শুটাররা খুব ভাল খেলছেন। ভারতের ঝুলিতেই সবচেয়ে বেশি পদক এসেছে।” উল্লেখ্য, এই টুর্নামেন্টে শনিবার পর্যন্ত ২৭টি পদকের পাশে লেখা ভারতীয়দের নাম। যার মধ্যে ১৩টি সোনা জিতেছে ভারত। পদকজয়ীদের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা ও ইতালি।
In the month of March when we are celebrating Women’s Day, many women players secured records and medals in their name. India bagged top position during the ISSF World Cup shooting organised at Delhi. India also topped the gold medals tally: PM Modi during #MannKiBaat pic.twitter.com/jE5C41LDT7
— ANI (@ANI) March 28, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.