Advertisement
Advertisement
PM Modi

২০৩৬ অলিম্পিক কি ভারতে? বড়সড় ঘোষণা করে দিলেন মোদি

অলিম্পিকের আয়োজন ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন, বলছেন মোদি।

PM Modi confirms 2036 Olympics bid, dubs it as 'dream of 140 crore Indians' | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 15, 2023 10:24 am
  • Updated:October 15, 2023 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০৩৬ সালের অলিম্পিক ভারতে আনার সবরকম চেষ্টা করবে ভারত। শনিবার এ কথা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার মুম্বইয়ে ইন্টারন‌্যাশনাল অলিম্পিক কমিটির বৈঠক উদ্বোধন করতে গিয়ে মোদি এই কথা জানান।

৪০ বছর পরে এ বার ভারতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) বৈঠক বসেছে। সেই বৈঠকের উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, ভারত ২০৩৬-এর অলিম্পিক আয়োজন করতে আগ্রহী। এটাই ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন। সবার সমর্থন নিয়ে এই স্বপ্ন সত্যি করার চেষ্টা করব। আশা করি অলিম্পিক কমিটিও আমাদের সাহায্য করবে। শুধু তাই নয়, ২০২৯-এর যুব অলিম্পিকও ভারতে করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মোদি।

Advertisement

[আরও পড়ুন: সপ্তমীতে হেঁটে রাজবাড়ি থেকে মন্দিরে দেবীমূর্তি, চাঁচলে পূজিতা সিংহবাহিনী চতুর্ভুজা]

প্যারিসের পরে অলিম্পিকের দুটি সংস্করণ লস অ্যাঞ্জেলস (২০২৮) ও ব্রিসবেনে (২০৩২) হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছে। তাই এখন থেকেই ২০৩৬ অলিম্পিক (Olympic 2036) আয়োজনের দায়িত্ব পাওয়ার দৌড়ে ঢুকে পড়তে চাইছে ভারত। আর এই দৌড়ে জেতার ক্ষেত্রে প্যারিসের পারফরম্যান্স অনুঘটকের কাজ করবে বলে মনে করছে ক্রীড়া মহল। ইতিমধ্যেই ২০৩৬ অলিম্পিক আয়োজন করার জন‌্য ইতিমধ্যেই পোল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো দাবি জানিয়েছে।

[আরও পড়ুন: পুজোর সময় বিপদে পড়লে এক ফোনে হাজির হবে ‘অভিষেকের দূত’, শুরু নয়া কর্মসূচি]

দিন কয়েক আগে ২০৩৬ আলিম্পিক আয়োজনের জন্য বিড করার ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) প্রধান পিটি ঊষাও। সম্প্রতি এশিয়ান গেমসের (Asian Games 2023) সমাপ্তি অনুষ্ঠানে দাঁড়িয়ে বলে গেলেন, “২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য অবশ্যই দাবি জানাতে হবে। আমি নিশ্চিত, টোকিওর তুলনায় প্যারিস গেমসে আমরা আরও বেশি পদক পাব। আর সেই পারফরম্যান্সের ভিত্তিতে আমরা ২০৩৬ অলিম্পিক আয়োজন করতেই পারি।” তার পরই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩৬ অলিম্পিকের আয়োজন করার জল্পনা উসকে দিলেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement