সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিসের প্যারালিম্পিকে (Paris Paralympics 2024) ফের সাফল্য। ভারতের ঝুলিতে এবার রুপো এল ডিসকাস থ্রোয়ে। এফ৫৬ বিভাগে পদক পেলেন যোগেশ কাঠুনিয়া। তিনি সর্বোচ্চ ছুঁড়েছেন ৪২.২২ মিটার। এই বিভাগে সোনা জিতেছেন ব্রাজিলের বাতিস্তা। তিনি ছোঁড়েন ৪৬.৮৬ মিটার। ৪১.৩২ মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পেয়েছেন গ্রিসের কনস্তানতিনোস।
২০২০-র টোকিও অলিম্পিকেও রুপো পেয়েছিলেন যোগেশ। এবার তাঁর লক্ষ্য ছিল পদকের রং বদলানো। সেই সুযোগ হাতছাড়া হল যোগেশের। কিন্তু প্রথম থ্রোতেই তিনি রুপো এনে দিলেন ভারতকে। পরের পাঁচটিতে ছোঁড়েন ৪১.৫০ মিটার, ৪১.৫৫ মিটার, ৪০.৩৩ মিটার, ৪০.৮৯ মিটার ও ৩৯.৬৮ মিটার।
যদিও সোনাজয়ী ব্রাজিলের প্রতিযোগী অনেকটাই এগিয়ে ছিলেন তাঁর থেকে। তিনি সর্বোচ্চ ছোঁড়েন ৪৬.৮৬ মিটার। বাকি থ্রোগুলির প্রত্যেকটিই তিনি ৪৪ মিটারের বেশি ছুঁড়েছিলেন। ফলে প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে ছিলেন যোগেশ। এমনকী টোকিওর ৪৪.৩৮-র মিটারের রেকর্ডও ভাঙতে পারেননি ভারতীয় ডিসকাস থ্রোয়ার।
Yogesh Kathuniya wins Silver Medal in Men’s Discuss Throw F56 for India at Paralympics 2024 👏
🥈 – Paris Paralympics 2024
🥈 – Tokyo Paralympics 2020WELL DONE YOGESH 🇮🇳♥️ pic.twitter.com/7uiSkESFGJ
— The Khel India (@TheKhelIndia) September 2, 2024
২৭ বছরের ক্রীড়াবিদ চলতি বছরে কোবের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন। ২০২৩-র প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও একই সাফল্য পেয়েছিলেন। এবার ফের রুপোর সাফল্য এল প্যারালিম্পিকে। এই নিয়ে প্যারিসের প্যারালিম্পিকে মোট আটটি পদক জিতল ভারত। যোগেশকে শুভেচ্ছা জানিয়েছেন রিও প্যারালিম্পিকে শট পাটে রুপোজয়ী দীপা মালিকও। তিনি লিখেছেন, “তুমি নিষ্ঠা ও স্পিরিটের জোরে দেশকে গর্বিত করেছ।”
Huge congratulations to @YogeshKathuniya on winning the Silver in the Men’s Discus Throw F56 event with a best throw of 42.22m @Paris2024!🥈🇮🇳
Your dedication and spirit have made the nation proud! #Paris2024 #Cheer4Bharat #Paralympics #Paralympics2024 #MachaDhoom #ParaAthletics pic.twitter.com/MmbXs0RTjX— Deepa Malik PLY (@DeepaAthlete) September 2, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.