Advertisement
Advertisement

Breaking News

Paris Paralympics 2024

প্যারালিম্পিক শুটিংয়ে জোড়া পদক, সোনা অবনী লেখারার, ব্রোঞ্জ পেলেন মোনা

এদিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকেও এদিন পদক এসেছে ভারতের ঝুলিতে। T35 বিভাগের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের প্রীতি পাল।

Paris Paralympics 2024: Avani Lekhara wins gold in shooting
Published by: Subhajit Mandal
  • Posted:August 30, 2024 3:51 pm
  • Updated:August 30, 2024 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে অধরা সোনার সাধ পূরণ করলেন প্যারা অ্যাথলিটরা। প্যারালিম্পিক (Paris Paralympics 2024) শুটিংয়ের শুরুতেই সোনা ফলালেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেলের SH1 ইভেন্টে সোনা জিতলেন অবনী। ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের মোনা আগরওয়াল। এদিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকেও এদিন পদক এসেছে ভারতের ঝুলিতে। T35 বিভাগের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের প্রীতি পাল। ফাইনালে তিনি দৌড় শেষ করলেন মাত্র ১৪.২১ সেকেন্ডে। এটা তাঁর ব্যক্তিগত রেকর্ডও বটে।  

টোকিও প্যারালিম্পিকে SH1 ক্যাটাগরিতে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনী। তার পর ৫০ মিটার থ্রি পজিশন রাইফেলে ব্রোঞ্জ জেতেন তিনি। ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে একটি প্যারালিম্পিকে জোড়া পদকজয়ের রেকর্ড গড়েছিলেন অবনী। প্যারিসেও সোনা জিতবেন অবনী, প্রত্যাশা ছিল দেশের ক্রীড়া মহলের। সেই প্রত্যাশায় লেটার মার্কসের সঙ্গে উতরে গেলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘পাকিস্তানে যাওয়া উচিত নয় ভারতের’, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মত কানেরিয়ার]

১০ মিটার এয়ার রাইফেলসের SH1 ইভেন্টের ফাইনালে টানটান লড়াইয়ে কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারালেন অবনী। একেবারে শেষ শট পর্যন্ত টানটান লড়াই চলে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। শেষ শটের আগেও পিছিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ বেলায় দুর্দান্ত শটে সোনা জয় নিশ্চিত করলেন ভারতের তারকা শুটার। ফাইনালে অবনীর স্কোর ২৪৯.৭। কোরিয়ার ওয়াই লি ২৪৬.৮ পয়েন্ট নিয়ে রূপো পেলেন। ভারতেরই মোনা আগরওয়াল ২২৮.৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেলেন। ফলে একই ইভেন্টে জোড়া পদক এল ভারতের দখলে।

[আরও পড়ুন: ভারত সফরের প্রস্তুতি, দেশে না ফিরে কাউন্টি খেলতে যাচ্ছেন শাকিব]

দিন কয়েক আগে এই প্যারিসেই অলিম্পিক থেকে জোড়া পদক এনেছেন ভারতের মনু ভাকের। অলিম্পিক থেকে সোনা না এলেও সবচেয়ে বেশি পদক এসেছিল শুটিং থেকেই। প্যারালিম্পিকেও শুটিং থেকে প্রত্যাশা বেশি ভারতের। অবনী এবং মোনার দৌলতে শুরুটাই দুর্দান্ত হল টিম ইন্ডিয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement