ফাইল ছবি।
দুটো ব্রোঞ্জ আগেই এসেছে পদকের ঝুলিতে। পদকের তালিকা আরও বাড়ানোর জন্য আজ অলিম্পিকের পঞ্চম দিনে দেশের ক্রীড়াপ্রেমীদের নজরে থাকবেন পিভি সিন্ধু, লভলিনা বরোগোঁহাইয়ের দিকে। যদিও এদিনই পদক জেতার লড়াই নয়। তবে পদক প্রাপ্তির দিকে আরও একধাপ এগিয়ে গেলেন তাঁরা। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু, লক্ষ্য সেন, এইচ এস প্রণয়। অন্যদিকে লভলিনা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবেন। সেই ম্যাচে জিতলেই অলিম্পিকে তাঁর দ্বিতীয় পদক নিশ্চিত। শুটিংয়ে স্বপ্নিল কুশলে ফাইনালের টিকিট পেয়েছেন। পদকের লক্ষ্যে তাঁর লড়াই বৃহস্পতিবার।
রাত ১২:০৫ রুদ্ধশ্বাস ম্যাচে জয় প্রণয়ের। পিছিয়ে পড়েও জিতে নিলেন গ্রুপ পর্বের ম্যাচ। তৃতীয় গেমে ফল তাঁর পক্ষে ২১-১২।
রাত ১১:৪৫ দ্বিতীয় গেমে প্রণয়ের দুরন্ত কামব্যাক। ২১-১১ ফলে দ্বিতীয় গেম জিতলেন তিনি। নির্ণায়ক তৃতীয় গেমে গড়াল ম্যাচ।
রাত ১১:২৫ প্রথম গেম হারলেন প্রণয়। লিয়ের পক্ষে ফল ২১-১৬। পরের গেমে হারলে অলিম্পিক থেকে ছিটকে যাবেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা।
রাত ১১:১৫ প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ভিয়েতনামের প্রতিপক্ষের বিরুদ্ধে ১০-১৩ পিছিয়ে প্রণয়।
রাত ১১ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নেমে পড়লেন এইচ এস প্রণয়। ভারতীয় শাটলারের প্রতিপক্ষ ভিয়েতনামের ডুক ফাট লি।
রাত ৯:৩০ তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে নেমে পড়লেন ভারতের তরুণদীপ রাই। রাউন্ড অফ ৩২তে তাঁর প্রতিপক্ষ ব্রিটেনের টম হল। প্রথম সেটে সমান স্কোর দুই তিরন্দাজের। মাত্র এক পয়েন্টে দ্বিতীয় সেট জিতে নিলেন টম। তৃতীয় সেটে তরুণদীপের দুরন্ত কামব্যাক। তিন পয়েন্ট এগিয়ে থেকে সেট জিতলেন ভারতীয় তিরন্দাজ। মাত্র ১ পয়েন্টে চতুর্থ সেট জিতে গেলেন ব্রিটিশ তিরন্দাজ। হাড্ডাহাড্ডি ম্যাচে ৬-৪ ফলে জিতলেন টম। বিদায় তরুণদীপের।
রাত ৯:২০ আশা জাগিয়েও পারলেন না মণিকা। অলিম্পিকের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল টেবিল টেনিস তারকাকে।
রাত ৯ প্রথম তিন সেটের পরে পিছিয়ে মণিকা। দুরন্ত লড়াই করেও প্রথম দুই সেট হাতছাড়া হয়েছে তাঁর। তৃতীয় সেট অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে জাপানের প্রতিপক্ষকে হারিয়ে জিতে নিয়েছেন মণিকা। তবে চতুর্থ সেট ফের জিতে নিয়েছেন মিউ।
রাত ৮:৩০ প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস গড়েছিলেন অলিম্পিকে। এবার একমাত্র ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে নামলেন মণিকা বাত্রা। তাঁর প্রতিপক্ষ জাপানের মিউ হিরানো।
বিকেল ৫:৪৫ প্রথম অলিম্পিকে স্বপ্নভঙ্গ বালিগঞ্জের অনুশ আগরওয়ালের। ইকুয়েস্ট্রিয়ানে ড্রেসেজ ইভেন্টে ফাইনালে উঠতে পারলেন না তিনি। ৬৬. ৪৪৪ পয়েন্ট নিয়ে নবম হয়েছেন কলকাতার ছেলে।
বিকেল ৪:৫০ তিরন্দাজিতে দুরন্ত পারফরম্যান্স জারি দীপিকার। বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে তিনি পৌঁছে গেলেন রাউন্ড অফ ১৬-এ। নেদারল্যান্ডসের কুইন্টি রফেনকে ৬-২ ফলে হারিয়েছেন ভারতের তিরন্দাজ।
বিকেল সাড়ে ৪টে: মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে এগোলেন ভারতের দীপিকা কুমারী। এস্তোনিয়ার তিরন্দাজ রিনা পারনাটকে হারিয়ে রাউন্ড অফ ৩২-এ প্রবেশ করলেন দীপিকা।
বিকেল ৪টে ১৫: বক্সিংয়ে লভলিনা বরোগোঁহাই পৌঁছলেন কোয়ার্টার ফাইনালে। নরওয়ের বক্সার সুনিভা হফস্টাডকে হারান তিনি। লভলিনা গতবার ব্রোঞ্জ জিতেছিলেন। আর একটি ম্যাচ জিতলেই প্যারিসে পদক নিশ্চিত করবেন লভলিনা।
! Olympic Bronze medallist, Lovlina Borgohain gets off to a fine start in her Olympic campaign as she wins her round of 16 bout against Sunniva Hofstad.
A win in her next bout will assure a medal for India.
⏰ She will next… pic.twitter.com/6EGI5tIdmc
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 31, 2024
দুপুর ৩টে ২৫: টেবল টেনিসে শেষ ষোলোয় পৌঁছলেন শ্রীজা আকুলা। এটাই প্রথম অলিম্পিক তাঁর। শুরুতেই কিন্তু বেশ উজ্জ্বল দেখাল তাঁকে। সিঙ্গাপুরের খেলোয়াড় জিয়ান ঝেংকে হারিয়ে শেষ ষোলোয় ভারতের শ্রীজা।
! Sreeja Akula records a fine victory against ‘s Jian Zeng to become only the second Indian female paddler to make it to the round of 16 in the Olympics.
After narrowly losing the first game to Jian Zeng, Sreeja managed to swing the… pic.twitter.com/oLFDtzmttl
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 31, 2024
দুপুর ২টো ৪৫: সিন্ধুর পর ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে ভারতের লক্ষ্য সেন। ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টিকে হারান ভারতীয় তারকা। জোনাথান ক্রিস্টি বিশ্বের তৃতীয় নম্বর খেলোয়াড়। সেই নিরিখে বিচার করলে লক্ষ্য সেন একপ্রকার অঘটনই ঘটালেন প্যারিসে। শুরুর দিকে ইন্দোনেশিয়ার তারকা প্রাধান্য দেখালেও লক্ষ্য সেন নার্ভ স্থির করে ম্যাচ জিতে নেন। শেষমেশ স্ট্রেট গেমে ২১-১৮, ২১-১২ পয়েন্টে ম্যাচ জেতেন লক্ষ্য।
! What a performance from Lakshya Sen against World No. 4, Jonatan Christie as he moves into the round of 16 in his maiden Olympic campaign. He won the match in straight games, 21-18 & 21-12.
After a slow start to the match, Lakshya Sen… pic.twitter.com/DEvk5btFGW
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 31, 2024
দুপুর ২টো ১০: আরও একটি শুটিংয়ের ফাইনালে ভারত। স্বপ্নিল কুসলে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন সপ্তম স্থানে শেষ করে। তাঁর ঝুলিতে ৫৯০ পয়েন্ট। তিনি উঠলেও পারলেন না ঐশ্বর্য।
! Swapnil Kusale advances to the final in the men’s 50m Rifle 3 Positions event as he finished at 7th with a score of 590-38x. Can we expect another medal from India?
⏰ The final will take place on the 1st of August at 01:00pm… pic.twitter.com/FyyKAGOrni
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 31, 2024
দুপুর ২টো: অপ্রতিরোধ্য পিভি সিন্ধু। এস্তোনিয়ার খেলোয়াড় ক্রিস্টিন কুবাকে উড়িয়ে দিলেন ভারতীয় তারকা। প্রথম গেম ২১-৫-এ জিতে নেওয়ার পরে দ্বিতীয় গেম সিন্ধু জিতে নেন ২১-১০ । প্রথম গেমটি ১৪ মিনিটে জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমে এস্তোনিয়ার প্রতিযোগী কিছুটা লড়লেও সিন্ধুকে থামানো যায়নি। ৩২ মিনিটে ম্যাচ জিতলেন সিন্ধু। পৌঁছে গেলেন নক আউটে।
! A terrific performance from PV Sindhu to defeat Kristin Kuuba in her final group game to move one step closer to Olympic glory for the third time. She won her match in straight games, 21-05 & 21-10.
Kristin had no answer to Sindhu’s… pic.twitter.com/9TJr9mZ2Ko
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 31, 2024
যে যে ইভেন্টে আজ নজর থাকবে-
বক্সিং-লভলিনা বরগোহাঁই (বিকেল ৩:৫০), নিশান্ত দেব (রাত ১২:৩৪)
তিরন্দাজি-তরণদীপ রাই (রাত ৯:২৮)
ব্যাডমিন্টন- পিভি সিন্ধু (দুপুর ১২:৫০), লক্ষ্য সেন (দুপুর ১:৪০), এইচএস প্রণয় (রাত ১১টা)
রোয়িং- বলরাজ পানওয়ার, সিঙ্গল স্কালস (দুপুর ১:২৪)
শুটিং-ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (দুপুর ১২:৩০)
টেবিল টেনিস- শ্রীজা আকুলা (দুপুর ২:৩০)
অলিম্পিকে আজ নামছেন কলকাতার ছেলে অনুষ আগরওয়াল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.