Advertisement
Advertisement
Paris Olympics

Paris Olympics Day 11: জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নীরজ, সোনার দৌড়ে ভিনেশ, ব্রোঞ্জের লড়াইয়ে ভারতীয় হকি দল

সেমি ফাইনালে জার্মানির বিরুদ্ধে ম্য়াচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ভারতীয় দল।

Paris Olympics Day 11: India loses in the Hockey Semi Final
Published by: Anwesha Adhikary
  • Posted:August 6, 2024 11:59 am
  • Updated:August 7, 2024 12:32 am  

শেষ ল্যাপে পৌঁছে গিয়েছে প্যারিস অলিম্পিক। দশম দিনে জোড়া পদক জয়ের আশা থাকলেও নিরাশ করেছেন ভারতীয় অ্যাথলিটরা। পদক থেকে মাত্র একধাপ দূরে অলিম্পিক শেষ করেন লক্ষ্য সেন এবং অনন্তজিৎ সিং নারুকা ও মহেশ্বেরী চৌহানের জুটি। তবে ব্যর্থতা ঝেড়ে ফেলে ১১তম দিনে ফের একাধিক প্রতিযোগিতায় নামছেন ভারতের অ্যাথলিটরা। তার মধ্যে সবচেয়ে নজরকাড়া নাম নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার এবারেও উঠলেন ফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে হকি দলও। কুস্তিগিরদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ ভিনেশ ফোগাট অলিম্পিক অভিযান শুরু করছেন এদিন। রইল অলিম্পিকের প্রতি মুহূর্তের আপডেট।

রাত ১২.১০: জার্মানির কাছে হার, সেমিতেই শেষ ভারতের হকি দলের স্বপ্নের দৌড়।

Advertisement

রাত ১২.০০: চাপ বাড়াচ্ছে জার্মানি। মার্কো মিলটাকাউয়ের গোলে এগিয়ে গেল তারা। স্কোর ২-৩।

রাত ১১.৪৭: তৃতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন ২-২। 

রাত ১১.৩২: সুখজিত সিংয়ের গোলে ম্যাচে সমতা ফেরাল ভারত। ম্যাচের ফলাফল ২-২। 

রাত ১১টা ৩০: তৃতীয় কোয়ার্টারের শুরুতেই সুযোগ পেয়েও হাতছাড়া করেন হার্দিক সিং। 

রাত ১১টা ১৫: দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই দাপট দেখাতে থাকে জার্মান দল। তবে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন ললিত উপাধ্যায়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে ক্রিস্টোফাল রুহের গোলে এগিয়ে যায় জার্মানি।

রাত ১০টা ৫২: পেনাল্টি থেকে সমতা ফেরায় জার্মানি। গোল করেন গঞ্জালো পেইলাট। 

রাত ১০ টা ৫০: সেমি ফাইনালে জার্মানির বিরুদ্ধে ম্য়াচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ভারতীয় দল। ম্য়াচের বয়স যখন সাত মিনিট তখনই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং।

রাত ১০টা ৪০: কিউবার কুস্তিগিরকে হারিয়ে ফাইনালে ভিনেশ। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। 

রাত ১০টা ৩৫: অলিম্পিকে হকির সেমি ফাইনালে জার্মানির মুখোমুখি ভারত।  

রাত ১০.৩৩: সেমিফাইনালের প্রথম রাউন্ডে ১-০ পয়েন্টে এগিয়ে ভিনেশ। 
রাত ১০.৩৩:
সেমিফাইনালে নামছেন ভিনেশ ফোগাট। তাঁর প্রতিপক্ষ কিউবার গুজম্যান লোপেজ। 

বিকেল ৪:২০ কোয়ার্টার ফাইনালের শেষ ২০ সেকেন্ডে ফের  ভিনেশ ম্যাজিক। একবারে দুই পয়েন্ট ছিনিয়ে নিয়ে জয়ের দিকে এগোলেন ভারতের কুস্তিগির। তবে ১০ সেকেন্ডে দারুণ লড়াই করে সেমিতে ভিনেশ। বিশ্বের এক নম্বর কুস্তিগিরকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেলেন তিনি। ম্যাচের ফল ৭-৫। আজকেই রাতে সেমির যুদ্ধে নামবেন ভিনেশ। তাঁর প্রতিপক্ষ কিউবার কুস্তিগির ইউসনেলিস গুজমান। 

বিকেল ৪:০৫ সেমিফাইনালে ওঠার লক্ষ্যে নেমে পড়লেন ভিনেশ। প্রথম মিনিটেই ২ পয়েন্ট ছিনিয়ে নিলেন ভারতীয় কুস্তিগির। বিরতির পরে ফের ২ পয়েন্ট ভিনেশের। তবে কামব্যাক করে ২ পয়েন্ট পেয়ে যান ইউক্রেনীয় প্রতিপক্ষ। পালটা আক্রমণ শানিয়ে লিভাচ পরপর পয়েন্ট ছিনিয়ে নেন। 

দুপুর ৩:৪০ জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেলেন কিশোর জেনা। অন্যদিকে, আজই কোয়ার্টার ফাইনালে নামবেন ভিনেশ। তাঁর প্রতিপক্ষ ইউক্রেনের ওকসানা লিভাচ  

দুপুর ৩:২০ নিজের প্রথম থ্রোয়েই কেল্লাফতে। ৯০ মিটারের খুব কাছে থ্রো করেন নীরজ চোপড়া। নিজের প্রথম থ্রোয়ে ৮৯.৩৪ মিটার দূরে পাঠিয়ে দেন জ্যাভলিন। প্রথম চেষ্টাতেই ফাইনালের টিকিট কেটে ফেলেছেন ভারতের সোনার ছেলে। চলতি মরশুমে এটাই নীরজের সেরা থ্রো। অন্যদিকে, প্রথম থ্রোয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছেন পাকিস্তানের আর্শাদ নাদিমও। 

দুপুর ৩: প্রথম রাউন্ড থেকেই পিছিয়ে ভিনেশ। তবে শেষ চার সেকেন্ডে দুরন্ত লড়াই করেন ভারতীয় তারকা। টোকিও অলিম্পিকে সোনাজয়ীকে হারালেন প্রতিবাদী কুস্তিগির। উঠে গেলেন কোয়ার্টার ফাইনালে। তবে অন্যদিকে চিনের কাছে ৩-০ হেরে বিদায় নিল টেবিল টেনিসে ভারতীয় পুরুষ দল। 

দুপুর ২:৫০ কুস্তির ম্যাটে নেমে পড়লেন ভিনেশ ফোগাট। জাপানের প্রতিপক্ষ সুসাকি উইয়ের বিরুদ্ধে খেলবেন তিনি।  

দুপুর ২.৩০: টেবিল টেনিসে হারলেন অচন্ত্য শরথ কমলও। প্রথম সেট জেতার পরও চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৯-১১, ১১-৭, ১১-৭, ১১-৩ পয়েন্টে হারলেন তিনি। অন্যদিকে, মহিলাদের ৪০০ মিটার রিপচেজ রাউন্ডের হিট থেকেই বিদায় নিলেন ভারতের পাহাল কিরণ। সমস্ত প্রতিযোগীদের মধ্যে সবার শেষে ছিলেন তিনি। 

দুপুর ২:২৫ নিজের তৃতীয় থ্রোয়ে ৮০.২১ মিটার ছুড়েছেন কিশোর জেনা। ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছেন তিনি। 

দুপুর ২:১০ দ্বিতীয় থ্রোয়ে ডিস কোয়ালিফাই হয়ে গেলেন কিশোর। অন্যদিকে ৮৫.৬৩ মিটার ছুড়ে ফাইনালে উঠে গিয়েছেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেচ।  

দুপুর ২:০৫ ডাবলসে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ভারতের। সিঙ্গলসের প্রথম সেটে জয়ী শরথ কমল। তবে দ্বিতীয় সেট হাতছাড়া হল তাঁর। 

দুপুর ২ ডাবলস ম্যাচ হেরে টেবিল টেনিসে চাপে ভারত। পাঁচ ম্যাচের টাইয়ে ১-০ এগিয়ে চিন। 

দুপুর ১:৫০ পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের প্রথম পর্বের যোগ্যতা অর্জন পর্ব। নিজের প্রথম থ্রোয়ে ৮০.৭৩ মিটার মেরেছেন ভারতের কিশোর জেনা। অন্যান্যদের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন তিনি। আপাতত রয়েছেন দ্বিতীয় স্থানে। ৮৪ মিটার ছুড়তে পারলেই সরাসরি ফাইনালে নামার যোগ্যতা পেয়ে যাবেন জ্যাভলিন থ্রোয়াররা। ইতিমধ্যেই ৮৭.৭৬ মিটার ছুড়ে ফাইনালে চলে গিয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। 

দুপুর ১:৩০ টেবিল টেনিসের ম্যাচে নেমে পড়ল ভারতীয় পুরুষদের দল। চিনের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টাই খেলবেন ভারতীয় প্যাডলাররা। প্রথম ডাবলস ম্যাচে দুই গেম হেরে চিনের বিরুদ্ধে পিছিয়ে ভারতীয় জুটি।  

টেবিল টেনিস

পুরুষদের টিম ইভেন্ট (রাউন্ড অফ ১৬)- দুপুর ১:৩০ ভারত বনাম চিন

অ্যাথলেটিক্স

পুরুষদের জ্যাভলিন থ্রো (যোগ্যতা অর্জন পর্ব)

দুপুর ১:৫০ কিশোর জেনা
দুপুর ৩:২০ নীরজ চোপড়া

মহিলাদের ৪০০ মিটার রিপচেজ রাউন্ড

দুপুর ২:৫০ পাহাল কিরণ

কুস্তি

মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল- দুপুর ২:৩০ ভিনেশ ফোগাট বনাম সুসাকি উই

হকি

পুরুষদের সেমিফাইনাল- রাত ১০:৩০
ভারত বনাম জার্মানি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement