প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার পরই শুরু হয়ে যাবে প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024)। ভারত থেকে এবার ১১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন গ্রেটেস্ট শো অন আর্থে। বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা প্যারিসে একত্রিত হয়েছেন একটাই লক্ষ্যে। পদক জিতে দেশের নাম সোনার অক্ষরে লিখে রাখা।
সেই তালিকায় সবচেয়ে বেশি প্রতিযোগী রয়েছেন হরিয়ানা। মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এই রাজ্য থেকে। যার মধ্যে আছেন গত অলিম্পিকের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। এছাড়াও রয়েছেন বক্সিংয়ে অমিত পাঙ্ঘাল, শুটিংয়ে মানু ভাকের, কুস্তিতে অন্তিম পাঙ্ঘাল, ভিনেশ ফোগাট, আমন শেহরাওয়াতের মতো তারকা।
তার পরই আছে পাঞ্জাব। সেখান থেকে রয়েছেন ১৯ জন প্রতিযোগী। ঘটনাচক্রে ভারতীয় পুরুষদের হকি দলের অধিকাংশই রয়েছেন পাঞ্জাব থেকে। তাদের পরেই আছে তামিলনাড়ুর ১৩ জন প্রতিযোগী। টেবিল টেনিসের শরথ কমলের হাতেই থাকবে অলিম্পিকে ভারতের পতাকা। সেখানে অবশ্য সঙ্গী হবে পিভি সিন্ধুও। তাঁর রাজ্য তেলেঙ্গানা থেকে নিখাত জারিন, সৃজা আকুলার সহ মোট ৪ জন প্রতিযোগী রয়েছেন।
বাংলা থেকে থাকছেন ৩ জন প্রতিযোগী। বালিগঞ্জের আনুশ আগারওয়াল ইকুয়েস্ট্রিয়ানে ভারতের একমাত্র প্রতিনিধি। টেবিল টেনিসে রিজার্ভ দলে আছেন ঐহিকা মুখোপাধ্যায়। আর তিরন্দাজিতে রয়েছেন অঙ্কিতা ভকত। প্যারিসে এসে এর আগেও তিনবার বিভিন্ন প্রতিযোগিতায় পদক পেয়েছেন তিনি। এবারও সেই দৌড় ধরে রাখার আশায় নামবেন অঙ্কিতা। যদিও বাংলার মেয়ে আভা খাটুয়া শেষ মুহূর্তে বাদ পড়েছেন।
একনজরে অলিম্পিকে রাজ্যভিত্তিক প্রতিযোগী:
হরিয়ানা ২৪, পাঞ্জাব ১৯, তামিলনাড়ু ১৩, উত্তরপ্রদেশ ৭, কর্ণাটক ৭, কেরালা ৬, মহারাষ্ট্র ৫, উত্তরাখণ্ড ৪, তেলেঙ্গানা ৪, দিল্লি ৪, পশ্চিমবঙ্গ ৩, রাজস্থান ২, ওড়িশা ২, মণিপুর ২, গুজরাট ২, মধ্যপ্রদেশ ২, চণ্ডীগড় ২, ঝাড়খণ্ড ১, গোয়া ১, বিহার ১, আসাম ১।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.