অভিনব বিন্দ্রা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও থেকেও সোনা এসেছিল। প্যারিসে (Paris Olympics 2024) এল না সোনা ভারতের ঝুলিতে। এবার মোট ছটি পদক পায় ভারত। তার মধ্যে একটি রুপো, বাকি পাঁচটি ব্রোঞ্জ। টোকিওতে ভারত সাতটি পদক পেয়েছিল। ছিল নীরজ চোপড়ার সোনাও। কিন্তু ১১৭ সদস্যের দল পাঠিয়েও প্যারিসে ভারতের ঝুলিতে এল না একটিও সোনা।
২০০৮ অলিম্পিকে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। টোকিও পর্যন্ত সেটাই ছিল একমাত্র সোনার পদক। সেই বিন্দ্রা বলেন, ”বিভিন্ন কারণে অলিম্পিক অত্যন্ত কঠিন মঞ্চ। কিন্তু অলিম্পিক এমন একটি প্ল্যাটফর্ম যা পারফরম্যান্সের জন্য অপূর্ণ। বাইরের চাপ থাকে। ভিতেরর চাপও থাকে। ফলে দুধরনের চাপ সামলে পদক জেতা কঠিন হয়ে পড়ে।”
অনেকেরই মতে, দক্ষতা দিয়ে হার্ডল টপকানো যায়। অসম্ভবের পাহাড় ডিঙানো যায়। বিন্দ্রা (Abhinav Bindra) কিন্তু দক্ষতার কথা বলছেন না। তিনি বলছেন, ”শুধু দক্ষতা থাকলেই হবে না। আমার তো মনে হয়, অলিম্পিকে দক্ষতার তেমন জায়গা নেই, সেই স্পেসও পান না অ্যাথলিটরা। কঠিন পরিস্থিতিতে চাপ সামলে নির্দিষ্ট দিনে যে পারফর্ম করতে পারবে, সেই পদক জিতবে।”
টোকিওর থেকে ফল ভালো হয়নি প্যারিসে। অলিম্পিক চলাকালীন প্যারিসে প্রতিদিন দেশের পদকসংখ্যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিন্দ্রাকে। অনেকেই তাঁকে জিজ্ঞাসা করেছেন, টোকিওর থেকে বেশি পদক এল না কেন। বিন্দ্রা আশাবাদী, অ্যাথলিটরা দেশে ফিরে এখন থেকেই নিজেদের তৈরি করতে শুরু করে দেবেন। ২০২৮-এর অলিম্পিকে পদক সংখ্যা বাড়ানোর দিকে নজর থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.