Advertisement
Advertisement
Lionel Elika Fatupaito

প্যারিস অলিম্পিকে শোকের ছায়া, গেমস ভিলেজে মৃত্যু বক্সিং কোচের

হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৬০ বছর বয়সি কোচকে।

Paris Olympics 2024: Samoa's boxing coach Lionel Elika Fatupaito passed away in games village
Published by: Arpan Das
  • Posted:July 28, 2024 12:58 pm
  • Updated:July 28, 2024 3:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিক শুরুর পরই শোকের ছায়া নেমে এল গেমস ভিলেজে। প্রয়াত হলেন সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো (Lionel Elika Fatupaito)। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন থেকে এই খবর জানানো হয়েছে। জানা যাচ্ছে, শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

গেমস ভিলেজে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬০ বছর বয়সি এলিকাকে মৃত বলে ঘোষণা করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটেছে। সামোয়ার কর্তারা তাঁর দেহ দেশে পাঠানোর ব্যস্থা করছেন।

Advertisement

[আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনাল-যুদ্ধে টিম ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে নিয়ে সতর্ক হরমনপ্রীতরা]

বক্সিং ফেডারেশন থেকে জানানো হয়েছে, “বক্সিং কোচের মৃত্যুতে আমরা আইবিএ পরিবার থেকে সমবেদনা জানাচ্ছি। এরিকার পরিবার ও সহকর্মীদের আমরা সমবেদনা জানাচ্ছি। খেলাধুলোর প্রতি তাঁর অবদান উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে তিনি অনুপ্রাণিত করবেন।”

[আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় টিম ইন্ডিয়ার, ভারতীয় ক্রিকেটে শুরু গম্ভীর যুগ]

সামোয়া থেকে একজন বক্সারই অংশগ্রহণ করছেন প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024)। তাঁর নাম অতো প্লজিকি। এর আগে তিনি দুবার প্যাসিফিক গেমসে চ্যাম্পিয়ন হয়েছেন। কোচের মৃত্যুর যন্ত্রণার মধ্যেই রবিবার বেলজিয়ামের প্রতিযোগীর বিরুদ্ধে নামবেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement